থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর শিল্পীরা ভিসা পেল

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর  শিল্পীরা ভিসা  পেল

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর অস্ট্রেলিয়ান প্রিমিয়ার শোতে অংশ নেয়ার জন্য ছবির পরিচালক – মোস্তফা সরয়ার ফারুকী, অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম ও অভিনেতা গায়ক রাশেদ উদ্দিন আহমেদ তপু ২ ডিসেম্বের ২০০৯ বাংলাদেশেস্থ অষ্ট্রেলিয়ান হাই কমিশন হতে ভিসা নিয়েছেন।

শিল্পীরা ১৮ ডিসেম্বর ২০০৯ সিডনী এসে পৌঁছবেন। অস্ট্রেলিয়ান ডিস্ট্রিবিউটর অসবেন মিডিয়া সেন্টারের তত্ত্বাবধানে আয়োজিত এ ছবির অষ্ট্রেলিয়ান প্রিমিয়ার শো হচ্ছে শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, সিডনীর বিখ্যাত ফক্স স্টুডিওতে অবস্থিত হয়েট্স সিনেমা হলে। বিশেষ অতিথি থাকবেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব লে: জেনারেল মাসুদ উদ্দিন চেীধুরী, এছাড়াও উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার মূলধারার চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সমালোচকরা।

রবিবার ২০ ডিসেম্বর ২০০৯ ছবিটির ক্যানবেরা প্রিমায়ারেও শিল্পীরা অংশ নেবেন। ক্যনবেরা শো অনুষ্ঠিত হবে ক্যানবেরা ন্যাশনাল লাইব্রেরি হলে।

এ উপলক্ষে অসবেন মিডিয়া সেন্টার ও ইউনিভারসিটি অব টেকনোলজি, সিডনী (UTS), এর যৌথ উদ্যোগে চ্যালেঞ্জেস অফ ফিল্ম মেকিং ইন ইমার্জিং কান্ট্রিস শিরোনামে একটি সেমিনার আয়োজন করেছে ২২ ডিসেম্বর ২০০৯ সন্ধ্যা ৭টায়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মোস্তফা সরয়ার ফারুকী (বাংলাদেশ) এবং Jonatan Ogilvie (Director, Writer, Producer Australia).

গোলাম মোস্তফা, ম্যানেজিং ডিরেক্টর


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment