জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মদিন পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মদিন পালিত

সিডনিতে যথাযথ মর্যাদায় আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মদিন পালিত

সিডনি থেকে পিএস চুন্নু : ১৭ মার্চ, মঙ্গলবার আওয়ামীলীগ অস্ট্রেলিয়া যথাযথ মর্যাদায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মদিন পালন করে সিডনিস্থ গ্রীন স্কয়ার কমিউনিটি সেন্টারে সন্ধ্যা ৬টায়। বীরমুক্তিযোদ্ধা রবীন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্যদিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।একই সাথে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেও প্রার্থনা করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পর জাতির জনকের ৯০তম জন্মদিন উপলক্ষে কেক কাঁটা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিষ্ট অজয় দাশগুপ্ত,আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক ব্যারিস্টার সিরাজুল হক,আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাংগাঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, সোনার বাংলা সম্পাদক ও আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার জয়েন্ট সেক্রেটারী পি.এস.চুন্নু, ইফতেখার উদ্দিন ইফতু, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাংগাঠনিক সম্পাদক মাহবুবুর রহমান,মহিলা আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদিকা বিলকিস জাহান, লিয়াকত আলী লিটন, এনামুল হক প্রমুখ।

chunnu1_120643475.jpg

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের মানুষ ১৯৭১ – এর ২৬ মার্চ মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহন করে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জন করে বহু কাঙ্খিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাসে তাই বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

জাতীয় মুক্তি আন্দোলনে নেতৃত্ব দেয়ার জন্য বিংশ শতাব্দীতে যাঁরা মহানায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের অন্যতম। বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু যে অবিনশ্বর-অমলিন, তার প্রমান মেলে সারা বিশ্বের বাঙালির ওপর পরিচালিত বিবিসির জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে।

নিঃস্বার্থ আত্মত্যাগ ও দেশের মানুষের প্রতি মমত্ববোধের কারনে তিনি বাঙালি জাতির জনক উপাধি অর্জন করেন। কিšত্তু জাতির জনকের নাম মুছে ফেলতে ষড়যন্ত্রকারীদের নানা চেষ্টা সব সময়ই ব্যর্থ হয়েছে। কারণ বঙ্গবন্ধু যে চিরঞ্জীব।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক ব্যারিস্টার সিরাজুল হক। অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment