বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ান শাখার অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন ও গণস্বাক্ষর সংগ্রহ সমাপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ান শাখার অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন ও গণস্বাক্ষর সংগ্রহ সমাপ্তি

সাংবাদিক সম্মেলনঃ বাংলাদেশ আওয়ামী লীগ আস্ট্রেলিয়ান শাখার অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন ও গণস্বক্ষর সংগ্রহ সমাপ্তি ঘোষণা

গত ২২ শে জুন ২০০৮ সিডনিস্থ কা’ফে ক্লোভ-এ বিকেল ৬টায় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ান শাখা তাদের নিয়মিত সভা শেষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সভায় জননেত্রী শেখ হাসিনার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া করা হয় এবং বর্তমান সরকারকে তার এই অসুস্থতার জন্য দায়ী করেন বক্তারা। সাংবাদিক সম্মেলনটি অনেকদিন কাংখিত ছিলো। সম্মেলনে উপস্থিত ছিলেন সিডনিস্থ প্রভাবশালী সাংবাদিক ও মিডিয়া ব্যক্তি ত্ত্বরা। সাংবাদিকরা এসময় বিভিন্ন ভাবে প্রশ্ন করেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ান শাখার আহবায়ক ও সদস্য সচিবকে। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ান শাখার বিপুল কর্মী ও নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক অপু সারোয়ারের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দও উপস্থিত থাকেন।

এসময়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশের উপর করা এক প্রশ্নের জবাবে বালাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ান শাখার আহবায়ক ডঃ শামস রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগের পলিসি ও রাজনৈতিক অবস্থান চমৎকারভাবে তুলে ধরেন। অস্ট্রেলিয়ায় দীর্ঘ ১৩ বছরের আওয়ামী রাজনৈতিক মৃতপ্রায় সংগঠনকে পুনরিজ্জীবিত করায় ধন্যবাদ জ্ঞাপন করে সম্মেলনকে ঘিরে প্রশ্ন করে চেঁপে ধরেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। ডঃ শামস রহমান এই সেপ্টেম্বরেই বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ান শাখার সম্মেলনের ঘোষণা দেন। এসময় তিনি ব্যর্থহীন কন্ঠে একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগের উপর জোড় দেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আহুত এই সম্মেলনের সদস্য সংগ্রহের ঘোষণা দেন। এসময়, সম্মিলিত সাংবাদিকদের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ান শাখার অফিসিয়াল ওয়েবসাইট www.albd-australia.org উদ্বোধন করেন ডঃ শামস রহমান। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ান শাখার সদস্য সচিব আনিসুর রহমান রিতু বলেন, একটি গতিশীল ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সংগঠন গড়ে তোলায় নতুন ও পুরনো নেতৃত্বের সুষম ও আদর্শিক সম্মিলনের কোন বিকল্প নাই। এই ওয়েব সাইটটি সুন্দরভাবে দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য তিনি; সংগঠনের তরুন নেতা মেহেদি হাসান শাহীন-কে ধন্যবাদ জানান।

সাংবাদিক সম্মেলনের এই পর্যায়ে জননেত্রী শেখ হাসিনার অবৈধ আটকাদেশ প্রতিবাদে ও সমস্ত ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবীতে সমগ্র অস্ট্রেলিয়া জুড়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান সাব-কমিটির আহবায়ক আল নোমান শামীম বলেন, প্রায় ৯টি জোনে বিভক্ত করে এই স্বাক্ষর সংগ্রহ করা হয় এবং কেবলমাত্র জননেত্রী শেখ হাসিনার মুক্তির বিষয়টিই এখানে জোর দেয়া হয়। নেতা-কর্মীদের বিপুল উৎসাহ ও কর্মউদ্দীপনায় প্রায়-৬০০ এর বেশী স্বাক্ষর সংগ্রহের এই কঠিন কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, যার পুরো কৃতীত্ব বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ান শাখার সর্বস্তরের নেতা ও কর্মীদের। বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া শাখার অবদানকে বিশেষ ভাবে তুলে ধরা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রত্যক্ষ নির্দেশে করা এই কাজটি পৌছে দেয়া হয়েছে কেন্দ্রের কাছে। আর এই স্বাক্ষর অভিযানে প্রবাসী বাংলাদেশী ছাড়াও স্থানীয় অস্ট্রেলিয়ানদের চোখে পড়ার মতো অংশগ্রহনই প্রমান করে শুধু আমরাই না, সমগ্র অস্ট্রেলিয়ান জাতিই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আটকাদেশের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ডঃ শামস রহমান সাংবাদিক সম্মেলনে স্বাক্ষর সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

সভায় বঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া, শেখ হাসিনা মুক

্তি পরিষদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা জনাব উসমান গনি, ছাত্রলীগ অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক জনাব অপু সারোয়ার ও শেখ হাসিনা মুক্তি পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা জনাব মিজানুর রহমান তরুন (সিডনী বঙ্গবন্ধু পদক জয়ী) এসময় বক্তব্য রাখেন।

সাংবাদিক সম্মেলনে সরব ছিলেন, জনাব ফজলুল বারী (দৈনিক জনকণ্ঠ), জনাব মিজানুর রহমান তরুন (একুশে বেতার রেডিও), জনাব লুৎফর রহমান শাওন (স্বদেশ বার্তা পত্রিকা), জনাব হারুন রশিদ আজাদ (বেতার বাংলা রেডিও), ডঃ নারগিস বানু (ভয়েস অব বাংলাদেশ রেডিও), জনাব শাহিন মোহাম্মদ আমান উল্লাহ প্রধান (অজবাংলা রেডিও), জনাব ফরিদ হাসান (মুক্তমঞ্চ পত্রিকা)।

আল নোমান শামীম
সদস্য
বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া

noman_bd@yahoo.com

www.albd-australia.org


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment