Press Release: Bangladesh Islamic Centre of NSW Incorporated
Bismillaheer Rahmaneer Raheem
Bangladesh Islamic Centre of NSW Incorporated
বিশেষ বিজ্ঞপ্তি
আস্সালামুওয়ালাইকুম।
সংবিধান বহিঃভূত কর্মকান্ডের জন্য গত ২৯শে জুন ২০০৮ বাংলাদেশ ইসলামিক সেন্টার অব এন,এস,ডবলি¬উ ইন্ক: আহুত বাৎসরিক সাধারন সভায় (এ,জি,এম) সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের ভিত্তিতে জনাব ফখরুদ্দিন চৌধুরীকে সভাপতির পদ থেকে অপসারন করা হয়েছে। সাবেক সভাপতি জনাব ফখরুদ্দিন চৌধুরীকে বারংবার (লিখিত) অনুরোধ করা স্বত্বেও তিনি স্ন্টোরের তহবিল এবং তহবিল সংক্রান্ত জরুরী কাগজপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিষপত্র যথাযথ কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দিচ্ছেন না।
এমতাবস্থায় সেন্টারের বিভিন্ন রকম বাৎসরিক অনুষ্ঠানমালা গতিহীন হয়ে পড়েছে। সেন্টারের সকল প্রকার কর্মকান্ড হুমকি সরুপ। বিষয়টিকে প্রয়োজনে প্রচলিত আইনের মাধ্যমে সমাধান করার লক্ষে সেন্টারের ”ইয়ুথ এফেয়ার সেক্রেটারী” জনাব দেলওয়ার হোসেনকে চেয়্যারম্যান এর দায়িত্ব দিয়ে একটি বিশেষ উপকমিটি গঠন করা হয়েছে।
উপকমিটির অন্যান্য সদস্য বৃন্দ হলেনঃ জনাব আবদুল হালীম চৌধূরী , ব্যরিষ্টার (জনাব )সিরাজুল হক, জনাব মোহাম্মদ কাইউম, জনাব হুমায়ের চৌধূরী রানা, জনাব নাসিম সামাদ ও জনাব রহমত উল¬াহ্
এমতাবস্থায় সাবেক সভাপতি জনাব ফখরুদ্দিন চৌধুরীর সাথে কেহ কোন লেন-দেন বা কর্মকান্ড করলে তা সম্পূর্ন নিজ দায়িত্বে করবেন এবং সে জন্য ইসলামিক সেন্টার কোন দায়িত্ব গ্রহণ করবে না।
কমিউনিটির একমাত্র মসজিদটিকে যথাযথ ভাবে রক্ষণাবেক্ষণ করা মূল দায়িত্ব দিয়ে সংবিধান মোতাবেক কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে । এহেন গুরু দায়িত্ব পালনে আপনাদের দোয়া এবং সহযোগিতা পেলে সকল অনিয়ম বন্ধ করে ইসলামিক সেন্টারকে একটি গতিশীল সংস্থা হিসেবে দাড় করাতে পারবো ইনশাল¬াহ।
আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমরা আশাবাদী যে আললাহতা’লার অশেষ রহমতে আমরা সফলতা অর্জন করতে পারবো।
মোস্তাক আহমেদ সৈয়দ সিরাজুম মুনির ফিরোজ
সভাপতি সাধারন সম্পাদক