মনিরুল হক জর্জের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা
দেলওয়ার হোসেনকে সিডনির বিএনপি থেকে অবাঞ্ছিত ঘোষণা : মনিরুল হক জর্জের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুদবদল অষ্ট্রেলিয়া শাখার উদ্যোগে গত ১৫ই সেপ্টেম্বর সোমবার সিডনিস্থ ডারলিংহাষ্টের মতি মহল রেষ্টুরেন্টে ১১ই সেপ্টেম্বর বৃহষ্পতিবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও অষ্ট্রেলিয়া বিএনপির প্রাক্তন সভাপতি জনাব মনিরুল হক জর্জের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। যুবদল অষ্ট্রেলিয়ার আহবায়ক সাইফুল ইসলাম শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিএনপি অষ্ট্রেলিয়া, যুবদল অষ্ট্রেলিয়া, জাসাস অষ্ট্রেলিয়া, জিয়া পরিষদ অষ্ট্রেলিয়াসহ জাতীয়তাবাদী দলের বিশ্বাসী সিডনির বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনাব দেলওয়ার হোসেন ও মোসলেউদ্দিন আরিফের নেতৃত্বে মনিরুল হক জর্জের উপর পরিকল্পিত হামলায় উপস্থিত বক্তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে। দলের ভাবমূর্তি ক্ষুনড়ব করে বিদেশের মটিতে মনিরুল হক জর্জের বাসভবনের সামনে কাজ থেকে ডেকে এনে এই ধরনের হামলা শুধুমাত্র দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে তা নয় – এতে প্রবাসে বাংলাদেশের সুনামও ক্ষুনড়ব হয়েছে বলে সবাই মনে করে।
সভায় জাতীয়তাবাদী যুবদল এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মনিরুল হক জর্জ বলেন, আমি বিগত কয়েক বছর বাংলাদেশে জাতীয়তাবাদী দল ও যুবদলের পক্ষে সμিয়ভাবে কাজ করেছি। সম্প্রতি দেশ থেকে ফিরে বিএনপি অষ্ট্রেলিয়ার বিগত বছরগুলোর কর্মকান্ড স্থবির থাকার কারণে বিএনপি অষ্ট্রেলিয়াকে যখন সμিয় ও গতিশীল করার উদ্যোগ নিয়েছি তখনই আমাকে প্রতিদ্বন্ধী মনে করে আমার উপর এই পরিকল্পিত হামলা করা হয়। আমাকে কাজ থেকে মোবাই ফোনে ডেকে এনে বাড়ীর সামনে আμমন করা দু:জনক।
সভায় বিভিনড়ব বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মনিরুল হক জর্জের উপর আμমন ও নগড়ব হামলাকারী দেলওয়ার হোসেন কে সিডনির বিএনপি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কেন্দ্রীয় কমিটির কাছে এর সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবী জানানো হয়। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্ট্রেলিয়ার কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত সর্বশেষ কমিটির সভাপতি মনিরুল হক জর্জ, সিনিয়র সহ-সভাপতি জনাব সামসুজ্জামান, সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবির, সাবেক সভাপতি এনামুল হক ভুইয়া, সাবেক সহ-সভাপতি ডা. আব্দুল ওয়াহাব বকুল, সাবেক যুবদল অষ্ট্রেলিয়ার সভাপতি ইকবাল জুয়েল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোবারক হোসেন, জিয়া পরিষদ অষ্ট্রেলিয়ার সভাপতি ফজলুল হক শফিক, বিএনপি অষ্ট্রেলিয়ার সাবেক কোষাধাক্ষ্য ডা. জাহিদুল ইসলাম, বিএনপি অষ্ট্রেলিয়ার নেতা গোলাম মোস্তফা, ইরফান, আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভাটি পরিচালনা করেন যুবদল অষ্ট্রেলিয়ার যুগড়ব আহবায়ক সামিউর রহমান সনি।
সাইফুল ইসলাম শাওন
আহবায়ক, জাতীয়তাবাদী যুবদল অষ্ট্রেলিয়া