WA celebrated International Mother Language Day

WA celebrated International Mother Language Day

অস্ট্রেলিয়ার পার্থে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

—- বিশ্বজিৎ বসু

বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন অফ ওয়ের্স্টার্ন অস্ট্রেলিয়া (BAAWA) গত ২৬শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। এ্ উপলক্ষে উডলুপাইন কমিউনিটি সেন্টার, ফরেস্টফিল্ড এ স্থাপন করা হয়েছিল অস্থায়ী শহীদ মিনার। অনুষ্ঠানসূচিতে ছিল, ছোটদের কবিতা আবৃত্তি ও চিত্রঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অস্থায়ী শহীদ মিনারের পাদদেশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যদিয়ে শুরু হয় দিনের অনুষ্ঠান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ত্রিশজন শিশু কিশোর অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে একুশের গান এবং শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ত করেন BAAWA-র প্রাক্তন সভাপতি ড. আবুল হাশেম. আলোচনায় অংশ গ্রহণ করেন মহসিন মুত্তাকী, ড. নজরুল ইসলাম এবং ড. আজিজুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন BAAWA-র সাধারন সম্পাদক নাজমুস সাদত শিবলী ।

আলোচনা সভা শেষে শর্মিষ্ঠা সাহার পরিচালনায় শুরু হয় কবিতা আবৃত্তি প্রতিযেগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ৬ হতে ৯ এবং ৯ হতে ১২ বছরের দুটি গ্রুপ শিশু কিশোর কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে। বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। BAAWA পরিচালিত বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা জাতীয় সংগীতে অংশগ্রহণ করে এবং উপস্থিত দশর্কগণ দাড়িয়ে জাতীয় সংগিতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করেন মেঘনা, হেলেন, তন্ময়, সোহাগ। তবলায় সহযোগিতা করেন নজুরূল এবং ড্রামে ছিলেন রিজওয়ান।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন মহসিন মুত্তাকী, মিন্টু হক এবং BAAWA-র সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ বসু।

2012/pdf/Shahid_Dibosh_news_894746580.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment