Tribute to Jagjit Singh – Perth Australia
পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ শহরে গত ২৫ ফেব্রুয়ারি এক বর্ণাঢ্য সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে স্মরণ করা হল উপমহাদেশের প্রখ্যাত গজল সম্রাট প্রয়াত জগজিৎ সিংকে। জগজিৎ সিং ২০১১ সালের ১০ অক্টোবর লক্ষ লক্ষ ভক্ত ও অনুরাগী ছেড়ে পরলোক গমন করেন। তাঁর মৃত্যুর অকস্মাৎ সংবাদে অনুরণিত হয়ে পার্থ প্রবাসী বাংলাদেশী তাসনীমুল গালিব অমিত একান্ত ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করেন এই স্মরণ সন্ধ্যা।
প্রায় দুই শতাধিক স্থানীয় বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানী ও অস্ট্রেলিয়ান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জগজিৎ সিং শাস্ত্রীয় সঙ্গীতের ধারা ‘গজল’কে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসেন। তিনি একাধারে বহু চলচ্চিত্রের গান গেয়েছেন, এবং সুর দিয়েছেন। অমিতের সঙ্গীতানুষ্ঠানটি শুরু হয় জগজিৎ সিংয়ের একটি চলচ্চিত্রের গান “চিটঠি না কোই সন্দেশ” দিয়ে। এরপর অমিত একে একে গাইলেন সেইসব গজল যার মাধ্যমে জগজিৎ সিং ১৯৭০-৮০’র দশকে খ্যাতির শীর্ষে আরোহণ করেছিলেন। অমিতের স্ত্রী স্বর্ণা কয়েকটি দ্বৈত সঙ্গীতে অংশগ্রহণ করেন।
মধ্য বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল অনুরোধের গান দিয়ে সাজানো, যার মধ্যে ছিল জগজিৎ সিংয়ের গাওয়া বিখ্যাত সব বাংলা গান — “বেদনা মধুর হয়ে যায়”, “বুঝিনি তো আমি”, “তোমার চুল বাঁধা দেখতে দেখতে” — যা উপস্থিত বাঙ্গালিরা উপভোগ করেছেন অমিতের সাথে গেয়ে, গানের তালে তালে করতালি দিয়ে। অমিতের সাথে সহ যন্ত্রী হিসেবে ছিলেন পার্থের স্থানীয় যন্ত্রীরা — তওসীফ আক্কাস, পৃথ্বিজীত রায়, শাওলী শহিদ, কপিল ও যোগেশ।
অমিতের আয়োজিত এই সঙ্গীতানুষ্ঠান পার্থ অভিবাসী বাঙ্গালিদের জন্য এক বিশেষ মাইলফলক, কারণ এটি প্রথম কোন বাংলাদেশীর একক সঙ্গীতানুষ্ঠান। অমিত শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন প্রয়াত ওস্তাদ আখতার সাদমানী সাহেবের কাছে। তার প্রথম শিক্ষক তার মা। অমিত জগজিৎ সিংয়ের গজলের একান্ত অনুরাগী। জগজিতের মত তিনিও চান শাস্ত্রীয় সঙ্গীতের এই ধারাটি যেন চিরঞ্জীব থাকে।
more at http://www.youtube.com/watch?v=4TL9YnCyOfw&list=PLD11273851D634EB9&feature=plpp_play_all