প্রতিবন্ধী শিশু জাহিদ চিকিৎসার জন্য এখন মেলবোর্নে
মোঃ জাহিদ হাসান (১১) পিতা মোঃ জাহাঙ্গীর হোসেন, মাতা মোসাঃ রূপা বেগম, রাজশাহী জেলার পবা থানার নওহাটা পৌরসভার পাকুড়িয়া গ্রামের দরিদ্র পরিবারের তিন ভাই বোনের মধ্যে বড় সন্তান। তার পিতা একজন দিন মজুর। জাহিদের বয়স ৩ (তিন) বছর সেই সময় বাড়ির পাশে চাঁতালের ছায়ের মধ্যে পড়ে তার ডান হাত পুড়ে যায়। তার দরিদ্র পিতা-মাতা রাজশাহী মেডিকেলে চিকিৎসা করান। কিন্তু সুষ্ঠ চিকিৎসার অভাবে ডান হাতটি ভাজ হয়ে অকেজো হয়ে যায়। গত ৮ বছর পূর্বে প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত প্রতিষ্ঠান প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সোসাইটি প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনের লক্ষ্যে জাহিদকে বিভিন্ন ভাবে সজযোগিতা দিয়ে আসছে। উক্ত সংস্থার নির্বাহী পরিচালক জনাব নিজামূল হুদা গত ৩ (তিন) বছর পূর্বে ঢাকায় অবস্থিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে জাহিদকে দেখান। কিন্তু কোন ফল না পেলেও তিনি বসে থাকেননি তিনি ইন্টানেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজ-খবর করতে থাকে। ইতিমধ্যে জাহিদ উক্ত সংস্থার সহায়তায় ৫ম শ্যেণীতে বৃত্তি পেয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়।
উক্ত সংস্থার নির্বাহী পরিচালক ২০০৮ সালে অস্ট্রেলিয়ার চাইল্ড ফাষ্ট ফাউন্ডেশন নামের একটি সংস্থার সঙ্গে ইন্টানেটের মাধ্যমে জাহিদের চিকিৎসার জন্য অনলাইনে জাহিদের বিবরনসহ আবেদন করেন। সংস্থাটি জাহিদের শরীরের ক্ষতিগ্রস্থ অংশটির ছবি এবং অন্যান্য পরক্ষিা-নিরীক্ষার কাগজপত্র পর্যালোচনা করে জাহিদের প্লাস্টিক সার্জারীর জন্য অনুমতি পত্র প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় জাহিদ বিগত ২২ জানুয়ারী/০৯ তারিখে অষ্ট্রেলিয়ায় চিকিৎসার জন্য রওনা করে বর্তমানে চাইল্ড ফাষ্ট ফাউন্ডেশন মেলবোর্নে রয়েছে। উল্লেখ্য জাহিদের যাবতীয় চিকিৎসার ব্যয়, যাওয়া-আসা এবং অষ্ট্রেলিয়ার যাবতীয় খরচ উক্ত সংস্থাটি বহন করবেন। জাহিদের অপারেশন হবে Beleura Private Hospital এ। www.childrenfirstfoundation.com হলো সংস্থাটির ওয়েব পেজ এবং ঠিকানা হলো Children First Foundation, 66, Chapman St North Melbourne VIC 3051 Australia. Tel: +613 9329 4822
Please find below attached Jahid Hasan Photo.