বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার নতুন আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির অনুমোদন লাভ
এম.মোরশেদ, অস্ট্রেলিয়া থেকে: : দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও মনজুর মোরশেদ সারোয়ার বাবু, মোসলেহ উদ্দিন আরিফ, ইব্রাহীম খলিল মাসুদ ,কুদরত উল¬াহ লিটনকে যুগ্ম আহ্বায়ক করে বাংলাদেশ জাতীয়বাদী দল অস্ট্রেলিয়া শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে। ২৪ই অক্টোবর ২০০৯ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি কেন্দ্রীয় কমিটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও দপ্তর সম্পাদক রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন ড. ইঞ্জিনিয়ার হুমায়ের চৌধুরী রানা, ফারুক আহমেদ খান ,রুহুল আহমেদ সওদাগর, আবুল হাশেম মৃধা জিলু ,লুৎফুর কবির, আলী আহমেদ মিলন ,আব্দুল¬াহ ইউছুফ শামীম ,বায়েজিদ চৌধুরী ,হাফিজুল ইসলাম তারেক , লাভলী আলম ,মোহাম্মদ কাইয়ুম , মিজান মজুমদার, বাবলু চৌধুরী, আবুল কালাম আজাদ , বেলাল হোসেন ঢালী , গাজী সাখাওয়াত আরিফ, ফসিউল আলম জামাল ,এস এম রানা, রাশেদুল হক,শফিকুল ইসলাম সুমন ,সিরাজুম মুনীর ফিরোজ , আবুল বাশার মিলন , মোবারক হোসেন , আব্দুর রহিম , মো:তোহিদুল ইসলাম ,রহমত উল¬াহ , রোজী আখতার, জহিরুল ইসলাম, এ.এন.এম মাসুম ,ওমর ফারুক , সালাউদ্দিন মানিক, মাজনুন হাবিব রনি , জাহাঙ্গীর হোসেন, হাসান আল মামুন , মোস্তফা মোরশেদ নিথুন, জিয়াউল হাসান, গোল¬াম মোস্তাফা, আমিনুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম,মোহাম্মদ হাফিজ, মিজানুর রহমান, জ্যামস গোমেজ, নাসিম হোসাইন, মিজানুর রহমান, রুহুল আমিন ,নজরূল ইসলাম, সজিব আহমেদ, সর্দার মো: খালেদ, জসিম উদ্দিনচৌধুরী , জামিল হোসাইন ,আবুল বাশার খান , কাজী হাসান , নিগার চৌধুরী, ফয়সাল আহমেদ টুটুল, ( কেনবেরা শাখার সভাপতি ) , রাশেল করীম (কেনবেরা শাখার সাধারন সম্পাদক), আশরাফুল আলম রনি,(নিউ সাউথ ওয়েলস শাখার সাধারন সম্পাদক) , আখলাকুর রহমান(মেলবোর্ন শাখার সভাপতি) , জালাল উদ্দিন কুমু(মেলবোন শাখার সাধারন সম্পাদক) , সাবা আহমেদচৌধুরী টিটু (বিজবেন শাখার সভাপতি ), ফারুক হোসেন (বিজবেন শাখার সাধারন সম্পাদক), ফয়সাল আহমেদ (পার্থ শাখার সভাপতি), শাম্মী আক্তার (পার্থ শাখার সাধারন সম্পাদক) ।
ত্রদিকে অস্ট্রেলিয়া বিএনপি, ছাত্রদল, যুবদল, জিয়া পরিষদ এবং জাসাসের নেতৃবৃন্দ এক বিবৃতিতে ত্যাগী নেতা জনাব দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও মনজুর মোরশেদ সারোয়ার বাবু, মোসলেহ উদ্দিন আরিফ, ইব্রাহীম খলিল মাসুদ ,কুদরত উল¬াহ লিটনকে যুগ্ম আহ্বায়ক নিযুক্ত করাই বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার আহ্বায়ক হাফিজুল ইসলাম তারেক আশা করেন নির্বাচিত নেতৃবৃন্দ সকল আদর্শিক ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে অচিরেই¡ অস্ট্রেলিয়া বিএনপি পুনর্গঠন করে সংগঠনকে আরো সুদৃঢ় ও শক্তিশালী করবে। বিএনপি চেয়ারপার্সন, বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলমান দেশ বিরোধী সর্বগ্রাসী ষড়যন্ত্র ও সংকটের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন।