ক্যানবেরার খবরঃ বিজয় দিবস উদযাপন এনামুল ভুইয়া মুকুল

ক্যানবেরার খবরঃ বিজয় দিবস উদযাপন এনামুল ভুইয়া মুকুল

গত ১৬ই ডিসেম্বর ক্যানবেরায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয় । সকাল ৯:০০টায় বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয় এবং বিকেল ৬:৩০ টায় মান্যবর হাইকমিশনার লেঃ জেঃ মাসুদ উদ্দিন চৌধুরীর বাস ভবনে রিসেপশনের মাধ্যমে শেষ হয়।

কর্ম দিবস থাকা সত্ত্বেও হাইকমিশনের বিশেষ উদ্দোগের কারণে বিজয়ের আনন্দ শেয়ার করার জন্য সিডনি ও ক্যানবেরার অনেকে বাংলাদেশ মিশনের পুর্ব নির্ধারিত প্রোগ্রামে অংশ গ্রহন করেন । অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন মান্যবর হাইকমিশনার জনাব মাসুদ চৌধুরীর । এসময় উপস্থিত ক্যানবেরাবাসী নিরবে দাড়িয়ে জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন ।

জাতীয় পতাকা উত্তোলনের পর মিশনের হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বক্তারা স্বাধীনতার গুরুত্ব ও সুফল তুলে ধরে সৃতিচারন করেন । মান্যবর হাইকমিশনার জনাব মাসুদ চৌধুরীর তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ’ বাংলাদেশের উন্নয়ন থেমে নেই, প্রতিকুলতার মাঝেও উন্নয়ন হচেছ। তবে বিভিন্ন কারণে কাংক্ষিত মাত্রায় ফল পাওয়া সম্ভব হয়নি ’। তিনি জাতীয় উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহনের উপরও গুরুত্ব আরোপ করেন ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রখেন এসোসিয়েশনের সভাপতি জনাব এনামুল ভুইয়া মুকুল, জনাব এজাজ আল মামুন, জনাব আবুল কালাম আজাদ, জনাব বদিউজ্জামান খান, জনাব জয়নাল আবেদিন, জনাব মোস্তফা ভুইয়া, জনাব আজহার উদ্দিন, জনাব নজরুল ইসলাম, জনাব মাহবুব সালেহ প্রমুখ। । বক্তারা মুলত স্বাধীনতার সুফল তুলে ধরে সৃতিচারন করেন ।

তাছাড়া গত ২০শে ডিসেম্বর ক্যানবেরাস্থ বাংলাদেশ এসোসিয়েশন বিজয়া দিবস উপলক্ষে ক্যানবেরা ইসলামিক সেন্টারের হল রুমে এক কালচারাল প্রোগ্রামের আয়োজন করেন । মান্যবর হাইকমিশনার লেঃ জেঃ মাসুদ উদ্দিন চৌধুরী উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন । কালচারাল প্রোগ্রামের প্রধান আকর্ষন ছিল নাচ, গান ও আলোচনা ।

Event photos at https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=4785 & https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=4828


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment