ক্যানবেরার খবরঃ বাংলাদেশ এসোসিয়েশনের নতুন কমিটিঃ
প্রিয়অস্ট্রেলিয়া ডেষ্ক রিপোর্টঃ গত ২৭শে জুলাই অনুষ্টিত হয়েছে ক্যানবেরাস্থ বাংলাদেশ এসোসিয়াশনের বার্ষিক সাধারণ সভা । সভায় জনাব এনামুল ভুইয়া মুকুল-কে সভাপতি ও জনাব জাহিদুল হক-কে সাধারণ সম্পাদক করে ২০০৮-০৯ সালের জন্য কার্য্যকরী কমিটি গঠন করা হয় । কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- সহ সভাপতি জনাব কামরুল আহসান খান, সহ সম্পাদক- জনাব ওমর চিসতি, কোষাধক্ষ্য-জনাব জিয়াউল হক বাবলু ও ক্রিড়া সম্পাদক – জনাব ইমতিয়াজ আহমেদ চৌধুরী । এছাড়া সভা ২০০৭-০৮ সালের আয় (৪০,০৭৬ ডলার) ও ব্যায়ের (২৯,৯৯২ ডলার) হিসাব অনুমোদন করেন। গত বছরের সকল কার্যক্রম পর্যালোচনার পর বিদায়ী সভাপতি জনাব ইকবাল জাহিদ ২০০৭-০৮ সালের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন এবং সভা জনাব জিল্লুর রহমান-কে নির্বাচন কমিশনার নিয়োগ করেন ।
তাছাড়া গত ২১শে জুলাই এসোসিয়েশন এক ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করেন । ক্যানবেয়ারস্থ হেলেনিক ক্লাবে আয়োজিত ডিনার থেকে আয়কৃত ২০২০ ডলার অস্ট্রেলিয়ান রেড ক্রিসেন্ট-কে প্রদান করা হয়। বাংলাদেশি সদস্য ছাড়াও উক্ত ডিনারে অছথ সরকারের অনেক গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন । (উৎসঃ এনামুল ভুইয়া মুকুল)