বাংলাদেশী কমিউনিটি স্কুলের Annual Excursion 2014
এই রবিবারটা ছিলো বাংলাদেিনিত্শীয কমিউনিটি স্কুলের বাচ্চাদের জন্য একটা বিশেষ দিন। ‘প্রকৃতিকে ভালোবাসা’ ‘Love for Nature’ এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশী কমিউনিটি স্কুলের Annual Excursion 2014 এর আয়োজন করা হয়েছিল থর্নডন পার্ক এ। থর্নডন পার্কের মনোরম পরিবেশে বাচ্চারা যেন সত্যি সত্যিই হয়ে গিয়েছিল প্রকৃতির সন্তান। আর প্রকৃতিকে অবলোকনের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল তাদের আকা ছবিগূলোতে।ছোট শিশুদের উৎসাহিত করার জন্য ছিল স্পেশাল গিফট। আর সবশেষে বাচ্চা এবং অভিভাবকদের জন্য মজার বার-বি-কিউ পার্টি।হ্যাঁ , এভাবেই বাংলাদেশী কমিউনিটি স্কুলের বাচ্চাদের মানসিক বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। বাংলাদেশী কমিউনিটি স্কুল,এ্যাথনিক স্কুল বোর্ড,অস্ট্রেলিয়ার এর আন্ডারে রেজিসটার্ড একটি স্কুল।দীর্ঘ দিনের শিক্ষকতায় অভিজ্ঞ প্রিন্সিপাল মোস্তাক আহমেদ চৌধুরীর সার্বিক তত্বাবধানে এক ঝাক প্রশিক্ষিত তরুন শিক্ষক এই স্কুলের বাচ্চাদের বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির শিক্ষা দিয়ে থাকেন।এই স্কুলে অত্যন্ত আধুনিক মেথডে বাংলা শিক্ষা দেওয়া হয়।প্রথমে নিডস এ্যাসেসমেন্ট করে, ইনডিভজুয়াল নিডস অনুযায়ী কাস্টমাইসড লেসন প্লান প্রিপেয়ার করে সব স্টুডেন্ট কে টিচ করা হয়। অস্ট্রিলিয়া প্রবাসী বাংলদেশী শিশুদের ভাষা এবং সংস্কৃতি বিকাশে এই স্কুলের অবদান অনস্বীকার্য। এই স্কুলের সব কার্যক্রম সম্পুর্ন ফ্রি ।
বাংলাদেশী কমিউনিটি স্কুলের ঠিকানা হচ্ছে,
বাংলাদেশী কমিউনিটি স্কুল,Goodwood Primary School, 140 Goodwood Road, SA 5034.
(Winter Time: Sunday, 3.30 PM – 5.30 PM, Summer Time : Sunday , 4 :00 PM- 6:00 PM),
Any enquery welocome to : Mostak Ahmed Chowdhury,Principal , Mobile : 0401 296 887