Adelaide News on Australia Day

Adelaide News on Australia Day

এডেলেইডে অস্ট্র্রেলিয়া ডে ২০১২ উদযাপিত –

যথাযথ মর্যাদা ও অত্যন্ত আনন্দগণ পরিবেশে অস্ট্রেলিয়া ডে ২০১২ উদযাপিত হয়ে গেল সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী এডেলেইডে । অন্যান্য বৎসরের মত এবারের মূল আকর্ষণ ছিল অস্ট্রেলিয়ান ডে প্যারেড ও প্যারেড শেষে সিটির প্রাণকেন্দ্র টরেন্স রিভারের পাশে এলডার্স পার্কে বিশাল কনসার্ট । প্রায় ৫০ হাজারের ও বেশী দর্শক প্যারেড শোর শেষে এলডার্স পার্কে সমবেত হয় কনসার্ট উপভোগের জন্যে । অনুষ্টানের সর্বশেষ আকর্ষণ ছিল রাতের ফায়ার ওয়ার্কস , কমনওয়েলথ ব্যাংক স্পন্সরে আয়োজিত এবারের ২০ মিনিটের ফায়ার ওয়ার্কসটি ছিল এক কথায় অসাধারন। অনুষ্টানের শেষ পর্যায়ে কনসার্ট মঞ্চে এসে উপস্থিত হন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের তারকা এডাম গিলক্রিস্ট ।

অনুষ্টানের প্যারেড শো শুরু হয় সিটির প্রাণকেন্দ্র হাইন্ডমার্শ স্কোয়ার থেকে এবং শেষ হয় এলডার্স পার্কে ।প্যারেডে এবার ও এডেলেইডে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্টি অংশগ্রহণ করে , মোট ৭০টির মত বিভিন্ন গ্রুপ প্যারেডে অংশ গ্রহণ করে । ৪০টির ও বেশী বিভিন্ন জাতিগোষ্টির মধ্যে এডেলেইড তথা সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশীরা ও তাদের ব্যানারে অংশগ্রহন করে ।বাংলাদেশ কমিউনিটির পক্ষে প্রতি বৎসরের মত এবার ও বাছা নের্তৃত্ব প্রদান করে ।প্যারেড যাত্রা শুরু হয় বিকেল ৬ঘটিকায় এবং এলডার্স পার্কে গিয়ে শেষ হয় বিকেল ৭ .৪০ ঘটিকায় । প্যারেডে অংশগ্রহণকৃত বিভিন্ন গ্রুপকে অভ্যর্থনা প্রদান করেন সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার , বিভিন্ন মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্ধ ।

এডেলেইড থেকে –
আইরীন চৌধূরী (কালচারাল সেক্রেটারী বাছা )
২৭শে জানুয়ারী ২০১২।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment