BASSA celebrated Bangla New Year 1418

BASSA celebrated Bangla New Year 1418

এডেলেইডে বাংলাবর্ষবরণ ১৪১৮ উদযাপিত –

অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম প্রবাসী বাংলাদেশীদের আবাসস্থল এডেলেইডে , বাংলাদেশ অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (বাছার) উদ্যোগে গত ৩০শে এপ্রিল ২০১১ রোববার অন্যান্য বছরের মত উদযাপিত হয়ে গেল বাংগালীদের বৃহৎ উৎসব বাংলা বর্ষবরণ ১৪১৮ । সিটির কেন্দ্রস্থল বার্ণসাইড কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্টান বিকাল ৫টা থেকে শুরু হয়ে চলে রাত ১০ ঘটিকা পর্যন্ত ।অনুষ্টানে এডেলেইডে বসবাসরত বাংলাদেশীরা ছাড়া ও পশ্চিমবঙ্গ , ত্রিপুরা ও আসামের বাংগালীরাও উপস্থিত ছিলেন । অনুষ্টানের মূল আকর্ষণ ছিল নববর্ষের কালচারাল অনুষ্টান ।অনুষ্টানে বাছার বাংলা স্কুলের ছোট্র মেয়েদের নৃত্য পরিবেশনের পাশাপাশি নববর্ষের গান , রবীন্দ্র সংগীত , নজরুল সংগীত , আধুনিক গানের পাশাপাশি ব্যান্ড সংগীত ও পরিবেশিত হয় ।অনুষ্টানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল কমেডি সিরিজ, ডিসটং ডিসটিং গ্রুপের উপস্থাপনায় নৃত্য ,দর্শকদের জন্যে কুইজ ও র‌্যাফেল ড্র । অনুষ্টানের শেষে সকলের জন্যে পরিবেশিত হয় রাতের খাবার ।

বাছার প্রেসিডেন্ট ডক্টর সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে, কালচারাল অনুষ্টান পরিকল্পনায় ছিল সোসাইটির কালচারাল সেক্রেটারী আইরীন চৌধূরী ,মঞ্চ ডিজাইনে ছিল ডাক্তার সায়লা কবির ও মনিরুল ইসলাম ।নৃত্য কোরিওগ্রাফিতে নাসরীন আক্তার ইভা । অনুষ্টান উপসথাপনায় ছিল রেজোয়ান ও শবনম অনুষ্টান সার্বিক পরিচালনায় ছিলেন আরশাদ হোসেন ভূঁইয়া , বাবুল হাসান , ডক্টর আনোয়ারা ইসলাম ও ডক্টর রফিকুল ইসলাম ।

Event photos at https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=11831

আইরীন চৌধূরী

কালচারাল সেক্রেটারী বাছা ।

২৪শে মে ২০১১। এডেলেইড থেকে

2011/pdf/bassa__newyear_240157075.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment