Australia Day Parade in Adelaide

Australia Day Parade in Adelaide

অস্ট্রেলিয়ান ডে প্যারেড ২০১১ ইন এডেলেইড ।

গত ২৬শে জানুয়ারী ২০১১ তারিখ যথাযথ আনন্দের সাথে উদযাপিত হয়ে গেল অস্ট্রেলিয়ান ডে । অস্ট্রেলিয়ার সর্বত্র উদযাপিত এই বিশেষ দিনটি সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী এডেলেইডে ও উদযাপিত হয় অত্যন্ত আনন্দগণ পরিবেশে । এই বিশেষ অনুষ্টানটি উপলক্ষ্যে এডেলেইডের বিশেষ আকর্ষণ ছিল অস্ট্রেলিয়ান ডে প্যারেড । প্রতি বৎসরের মত এ বৎসর ও অনুষ্টিত হয় এই প্যারেডে । প্যারেডের বিশেষ আকর্ষণ হোল এডেলেইডে বসবাসরত সকল জাতিগোষ্টির অংশগ্রহণ । অন্যান্য বৎসরের মত এ বৎসর ও ৮০টির ও বিভিন্ন জাতিগোষ্টি এই বিশেষ অনুষ্টানে , তাদের নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন । এডেলেইডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিত্ব করে বাছা ( বাংলাদেশ – অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া ) ।বাছার প্রেসিডেন্ট ডক্টর সাইফুল ইসলাম ও জেনারেল সেক্রেটারী আরশাদ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ কমিউনিটি এডেলেইডের এই বিশেষ প্যারেড অনুষ্টানে অংশগ্রহন করেন । এডেলেইড সিটির প্রাণকেন্দ্র হাইন্ডমাশ স্কোয়ার থেকে শুরু এই প্যারেডের সমাপ্তি হয় সিটির অপর প্রান্ত এডেলেইডের মাল্টিকালচারালের প্রাণকেন্দ্র মাল্টিকালচারাল থিয়েটারের পার্শ্ব এলডার্স পার্কে । এখানে সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার মিষ্টার মাইক র‌্যান ও মন্ত্রী সভার সদস্যবৃন্ধ উপস্থিত থেকে প্যারেডের অংশগ্রহণকৃত সকলকে অভিনন্দন জানান ।

বাংলাদেশী কমিউনিটির সদস্যরা বাংলাদেশের জাতীয় পোশাকে এই প্যারেডে অংশগ্রহণ করেন । অস্ট্রেলিয়ান ডে এই অনুষ্টানে প্যারেডের পর অনুষ্টিত হয় অস্ট্রেলিয়ার বিখ্যাত গায়কদের নিয়ে কনসার্ট । সিটির টরেন্স রিভারের তীরে এলডার্স পার্কের বিশাল উণ্মুক্ত মঞ্চে দৃষ্টনন্দন আলোর ঝলকানিতে আয়োজিত মঞ্চের কনসার্ট সকলে আনন্দের সাথে উপভোগ করেন । বিকাল ৫টায় শুরু হওয়া এই বিশেষ অনুষ্টানটির পরিসমাপ্তি হয় রাত ১০ টায় আতশবাজি পোঁড়ানোর মাধ্যম্যে ।

১৫ই মার্চ ২০১১ ।

আইরীন চৌধূরী ।
কালচারাল সেক্রেটারী ( বাছা )
এডেলেইড থেকে ।

2011/pdf/Australian_Day_Parade_in_Adelaide___2011_172253918.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment