বাছা'র দুই বৎসর মেয়াদী নতুন কার্যকরী কমিটি

বাছা'র দুই বৎসর মেয়াদী নতুন কার্যকরী কমিটি

বাংলাদেশ – অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (বাছা ) বার্ষিক সাধারণ সভা ২০১০ দুই বৎসর মেয়াদী নতুন কার্যকরী কমিটি (২০১০ -২০১২ )

গত ৩০শে মে ২০১০ তারিখ , বিকাল ৩ .০০ ঘটিকায় বাংলাদেশ – অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা রিচমন্ড প্রাইমারী স্কুল , রিচমন্ড , এডেলেইডে অনুষ্টিত হয় । সভার শুরুতে সোসাইটির প্রেসিডেন্ট ডঃ সাইফুল ইসলাম স্বাগত বক্তব্যের মাধ্যম্যে সভার শুভ সূচনা করেন । এরপর সোসাইটির জেনারেল সেক্রেটারী জনাব সোহরাব উদ্দিন হান্নান বিগত বৎসরের সোসাইটির কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন । এরপর সোসাইটির ট্রেজারার ডঃ রফিকুল ইসলাম বিগত বৎসরের আয়-ব্যয়ের তথ্য সদস্যদের নিকট উপস্থাপন করেন । তারপর শুরু হয় সদস্যদের আলোচনা পর্ব । আলোচনা পর্বে সোসাইটির সদস্যগণ সোসাইটির বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন । আলোচনা পর্বের শেষে সোসাইটির প্র্রেসিডেন্ট ডঃ সাইফুল ইসলাম সাহেব সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধম্যে বার্ষিক সাধারণ সভা ২০১০ য়ের সমাপ্তি ঘোষণা করেন এবং সেই সাথে সাথে সোসাইটির গত দুই বৎসর মেয়াদী (২০০৮ -২০১০ ) কার্যকরী কমিটির বিলুপ্ত ঘোষণা করেন ।

এই পর্বে সোসাইটি সর্বসম্মতিক্রমে সোসাইটির সাবেক সভাপতি ডঃ নাসির উদ্দিন সাহেবকে পরবর্তী দুইবৎসর মেয়াদী কার্যকরী কমিটি (২০১০ – ২০১২ ) নির্বাচনের জন্যে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দান করেন । ডঃ নাসির উদ্দিন সাহেব নির্বাচন কমিশনার হিসেবে আসন গ্রহণের মাধম্যে শুরু হয় নির্বাচন পর্ব । নির্বাচন পর্বে সোসাইটির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ডঃ সাইফুল ইসলাম সাহেব আবার ও দুই বৎসরের জন্যে প্রেসিডেন্ট নির্বাচিত হন ।জনাব আরশাদ হোসেন ভূঁইয়া সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসেবে আগামী দুই বৎসরের জন্যে নির্বাচিত হোন । এরপর একে একে সোসাইটির ৮ সদস্য বিশিষ্ট কমিটির সকলে নির্বাচিত হওয়ার মধ্যেদিয়ে পূর্ণ কমিটি নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন তার পর্বের সমাপ্তি ঘোষণা করেন ।

বাংলাদেশ – অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (বাছা ) ২০১০ – ২০১২ য়ের কার্যকরী কমিটির পূর্ণ তালিকা : –

প্রেসিডেন্ট :- ডঃ সাইফুল ইসলাম ।

ভাইস – প্রেসিডেন্ট :- মিসেস রোকসানা বারী ।

জেনারেল সেক্রেটারী :- আরশাদ হোসেন ভূঁইয়া ।

ট্রেজারার : – ডঃ রফিকুল ইসলাম ।

কালচারাল সেক্রেটারী : – মিসেস আইরীন চৌধূরী ।

কার্যকরী কমিটির সদস্য :-

১। মিসেস সুফিয়া খানম রুনু ।

২। জনাব ফারুক আহমেদ ।

৩। জনাব বাবুল হাসান ।

এই পর্বে নতুন কার্যকরি কমিটির সভাপতি ডঃ সাইফুল ইসলাম নতুন কার্যকরী কমিটির পক্ষ থেকে অধিবেশনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও নতুন কমিটির পরিচয় পর্বের মধ্যে দিয়ে দিনের সমাপ্তি ঘোষণা করেন । সর্বশেষে অনুষ্টানে উপস্থিত সকলকে আপ্যায়নের মধ্যে দিয়ে বার্ষিক সাধারণ সভার ইতি টানা হয় ।

(২০১০ – ২০১২ দুইবৎসর মেয়াদী কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি ছবির বাম দিক থেকে মিসেস আইরীন চৌধূরী , মিসেস সুফিয়া খানম রুনু , মিসেস রোকসানা বারী , ডঃ রফিকুল ইসলাম , ডঃ সাইফুল ইসলাম , জনাব বাবুল হাসান , জনাব ফারুক আহমেদ , জনাব আরশাদ হোসেন ভূঁইয়া ।)


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment