সাউথ অস্ট্রেলিয়া সরকার কর্তৃক সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলিম কমিউনিটির নেতৃবৃনেদ্ধর সম্মানে ঈদুল ফিতরোত্তর সম্বর্থনা

সাউথ অস্ট্রেলিয়া সরকার কর্তৃক সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলিম কমিউনিটির নেতৃবৃনেদ্ধর সম্মানে ঈদুল ফিতরোত্তর সম্বর্থনা

গত ২৫শে সেপ্টেম্বর ২০০৯ শুক্রবার,সাউথ অস্ট্রেলিয়া পার্লামেন্ট হাউসে সাউথ অস্ট্রেলিয়া সরকার কর্তৃক সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলিম কমিউনিটির নেতৃবৃনেদ্ধর সম্মানে ঈদুল ফিতরোত্তর সম্বর্থনা প্রদান করা হয়।সম্বর্থনা অনুষ্টানে এডেলেইডে বসবাসরত বিভিন্ন এথনিক জাতিগোষ্টির নেতৃবৃনদ্ধ যোগদান করেন।অনুষ্টানে অংশগ্রহনকৃত জাতিগোষ্টির মধ্যে ছিলেন – বাংলাদেশ, ভারত,পাকিস্থান, মিশর, তুরস্ক, সৌদি আরব, লেবানন,মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন,সোমালিয়া, ইথিওপিয়া, বসনিয়া – হারজেগোবিনিয়া ও আরো অন্যান্য জাতিগোষ্টির নেতৃবৃনদ্ধ। সন্ধ্যা ৬টায় অনুষ্টান শুরু হয় অনুষ্টানে সাউথ অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধি মাননীয় এথনিক ও মাল্টিকালচারাল মিনিষ্টার মিঃ মাইকেল এটকিনসন এমপি ও সরকারের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাবৃনদ্ধ ও স্টেটের সংসদ সদস্যগন আগত অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মিঃ হিউ ভ্যান লি চেয়্যারম্যান এথনিক এন্ড মাল্টি কালচারাল এ্যাফেয়ারস ; তারপর সরকারের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাউথ অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধি মাননীয় এথনিক ও মাল্টিকালচারাল মিনিষ্টার মিঃ মাইকেল এটকিনসন এমপি। মিনিষ্টার সকল নেতৃবৃনদ্ধ কে ঈদের শুভেচ্ছা প্রদানের পাশাপাশি এ ষ্টেটে মুসলমান কমিউনিটির অবদানের কথা শ্রদ্ধার সাথে সমরনের পাশাপাশি মুসলমান কমিউনিটির আরো বেশী অবদান রাখবার জন্যে অনুপ্রাণিত করেন।মিনিষ্টার কমিউনিটির সকলকে অবহিত করেন যে, সাউথ অষ্ট্রেলিয়া হোল অস্ট্রেলিয়ার প্রথম ষ্টেট যেখানে মুসলমান মহিলাদের হিযাব পরিধানের আইনগত বৈধতা প্রদানের প্রথম বিল পাস হয়।এ স্টেটে হিযাব পরিধান আইনগতভাবে সুুরক্ষিত।তারপর সকলের মধ্যে সুুস্বাদু রকমারি হালাল খাবার পরিবেশন করা হয়।

সর্বশেষে মাননীয় মন্ত্রী সকলকে নিয়ে সাউথ অস্ট্রেলিয়া পার্লামেন্ট পরিদর্শনে যান, কিভাবে সরকারের কার্যক্রম ও সংসদ পরিচালিত সে বিষয়ে সকলকে সংক্ষিপ্ত ব্রিফ প্রদান করেন ও পার্লামেন্ট ভবনের বিভিন্ন কক্ষ ঘুরিয়ে দেখান। বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ – অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ডঃ সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ডঃ মাহবুব রহমান ও বাছার সম্মানীত সদস্য মিঃ আরশাদ হোসেন ভূঁইয়া কমিউনিটির প্রতিনিধিত্ব করেন। রাত্র ৮ঘটিকায় অনুষ্টাননের সমাপ্তি টানা হয়।

Event Photos at https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=8499

( নিউজ প্রিয় – অস্ট্রিলিয়ার সাউথ অষ্ট্রেলিয়ার ব্যুরো থেকে – ২৭শে সেপ্টেম্বর ২০০৯ )


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment