ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বাৎসরিক পিঠা উৎসব ৪ঠা আগস্ট ২০১৯

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বাৎসরিক পিঠা উৎসব ৪ঠা আগস্ট ২০১৯

পিঠা আমাদের শ্বাশত ঐতিহ্যের অপরিহার্য অনুষঙ্গ। স্বাদ ও পুষ্টি মানে অনন্য এই পিঠা আমাদের শেকড়ের সাথে, আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে নিবিড়ভাবে। বাঙালির উৎসবে, আয়োজনে আর আপ্যায়নে পিঠা পুলির উপস্থিতি অবিচ্ছেদ্য।


দেশ ছেড়ে এসে এই সুদূর প্রবাসে পিঠার স্বাদ বঞ্চিত বাঙালির রসনা তৃপ্ত করতে এবং স্কুলের সার্বিক উন্নয়নে তহবিল সংগ্রহ করতে প্রতিবারের মত এবারও ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আয়োজন করতে যাচ্ছে বাৎসরিক পিঠা উৎসব।


তারিখ: ৪ঠা আগস্ট, রবিবার।
স্থান: গ্রেগ পারসিভাল কমিউনিটি হল, ইংগেলবার্ন (ইংগেলবার্ন লাইব্রেরি/রেল স্টেশন সংলগ্ন)
সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা।


বাহারী পিঠা সমাহারের সাথে থাকছে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ছোট্টমনিদের এবং সিডনির প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় দিনব্যাপী আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা স্কুলের এই মহতী আয়োজনে আপনারা সপরিবারে, সবান্ধব আমন্ত্রিত।

পিঠা উৎসবের দেয়ালিকা
Kazi Ashfaq Rahman

Kazi Ashfaq Rahman

ছেলেবেলা থেকেই শান্তশিষ্ট ছিলাম বলে আমার মায়ের কাছে শুনেছি। দুষ্টুমি করার জন্য যে বুদ্ধিমত্তার প্রয়োজন তা নিশ্চয়ই আমার ছিল না। আমার এই নিবুর্দ্ধিতা একসময় আমার মাকে ভাবিয়ে তুলেছিল। তিনি হয়তো ভেবেছিলেন আমার এই ছেলে জীবনে চলবে কি করে। এখন যেভাবে চলছি তাতে কোনও আক্ষেপ নেই। ভালই তো আছি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যে অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারাকে জীবনের বড় অর্জন বলে মনে করি। আমার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী, আমার শত বোকামী, আলসেমী আর বৈষয়িক না হওয়াকে প্রকারান্তরে প্রশ্রয় দেওয়াতে আমার আর মানুষ হয়ে ওঠা হয়নি। আমার দুই সন্তান, আমি চাই তারা আমার মত বোকাই থেকে যাক কিন্তু আলোকিত মানবিক মানুষ হোক যা আমি হয়তো হতে পারিনি।


Place your ads here!

Related Articles

সিডনিতে শহীদ মিনার নির্মাণে সরকারি অনুদান – বিজয় উৎসব পালিত

এসো মেতে উঠি বিজয়ের আনন্দে স্লোগান নিয়ে সিডনিতে বিজয় উৎসব ২০১৭ পালিত। প্রশান্ত মহাসাগরের পাড়ে অস্ট্রেলিয়ার সিডনিস্থ ইঙ্গেলবার্ন কমিউনিটি হলে

বাঙালি ঐতিহ্যের বার্তা ও সংস্কৃতির প্রতীক প্রথম মঙ্গল শোভাযাত্রা’র অনন্য সাক্ষী হয়ে রইল সিডনির এএনজেড স্টেডিয়াম

হ্যাপি রহমান: কিছু কিছু উৎসব আছে, যেগুলো বাঙালী সংস্কৃতিকে ধরে রাখে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সে রকমই নিরপেক্ষ অসাম্প্রদায়িক একটা

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের পিঠা মেলা ৫ই আগস্ট ২০১৮

বাঙালী সমাজের সবচেয়ে আকর্ষণীয় খাদ্যাভ্যাস আমাদের চিরায়ত পিঠাপুলি। ক্যাম্বেলটাউন বাংলা স্কুল এই প্রবাসেও আমাদের ঐতিহ্যের অংশ এই পিঠার স্বাদ সবাইকে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment