ক্যানবেরায় যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপন
প্রেস রিলিজ: ক্যানবেরা, ১৭ মার্চ ২০১৯ – বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা কর্তৃক যথাযথ মর্যাদা ও উদ্দীপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উদ্যাপিত হয়। এ অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী প্রবাসী ও শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আহতদের আশু সুস্থ্যতা কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে হাইকমিশনার সুফিউর রহমান ও মিসেস সামসিয়া রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন এবং নিজ নিজ ধর্ম মতে মৌন প্রার্থনা করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ উপলক্ষ্যে প্রদত্ত বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদর্শন শেষে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনায় হাইকমিশনারসহ প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন এবং বঙ্গবন্ধুর উপর রচিত বিভিন্ন কবিতা আবৃত্তি করা হয়। হাইকমিশনার তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু সম্বন্ধে বিভিন্ন গুনীজনের মূল্যবান মূল্যায়ন তুলে ধরে বলেন বঙ্গবন্ধু শুধু আমাদের স্বাধীনতা এনে দেননি তিনি আমাদের বাংলাদেশকে বিনির্মানের দায়িত্বও অর্পণ করে গেছেন। তিনি বঙ্গবন্ধুর ঋণ পরিশোধের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানান। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা শেষ হয়।
দিবসটির কর্মসূচীর উল্লেখযোগ্য দিক ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগীতা। শিশু-কিশোরদের স্বতঃফূর্ত অংশগ্রহণে দূতাবাস প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশু-কিশোররা বিপুল উৎসাহের সাথে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে হাইকমিশনার শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন, চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এবং উপস্থিত সকল শিশু-কিশোরদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।
Related Articles
সম্পূর্ণ দেশী বিনিয়োগে পাঁচ তারকা রিসোর্ট ‘গ্রান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ’ এর প্রাথমিক যাত্রা শুরু
সম্পূর্ন বাংলাদেশী বিনিয়োগে চা-ঝর্ণা আর বনভূমির নয়নাভিরাম শহর শ্রীমঙ্গলে ১৩.৬ একর জায়গা নিয়ে বাংলাদেশের প্রথম পাঁচ তারকা মানের ‘গ্রান্ড সুলতান
এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক এর সম্পৃক্ততায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনঃ ‘মহান একুশ’-২০১৯ এর কর্মসূচী
অনুষ্ঠান তারিখ /স্থান/সময় আয়োজনে মাতৃভাষা বিষয়ক সেমিনারঃ IMLD-2019 and IY 2019 ১৬/২/১৯ নিউ সাউথ ওয়েলস স্টেট লাইব্রেরী ১০-১.৩০মি। এমএলসি মুভমেন্ট