মেলবোর্ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী টাস্কফোর্স গঠন

মেলবোর্ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী টাস্কফোর্স গঠন

বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী অস্ট্রেলিয়া প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মী ও অনুসারীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষ্যে মেলবোর্ন-সহ সমগ্র অস্ট্রেলিয়াতে নির্বাচনকালীন সময়ের জন্য মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহবুবুল আলমকে আহবায়ক ও সাধারন সম্পাদক আলহাজ্জ মোল্লা মোঃ রাশিদুল হককে সদস্য সচিব করে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

নির্বাচনী টাস্কফোর্স গঠনের উদ্দ্যেশ্যঃ
১. বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলিগের প্রতি সমর্থন অব্যাহত রেখে দেশে-বিদেশে নির্বাচনী প্রচারনা করা,
২. বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় সরাসরি আওয়ামীলিগের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করা,
৩. বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরা ও নির্বাচনী প্রচারনায় অংশ নেয়া
৪. বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন গুজব ও প্রোপাগান্ডার জবাব দেয়া,
৫. নির্বাচনী প্রচারনায় অংশগ্রহনে ইচ্ছুক অস্ট্রেলিয়া প্রবাসীদেরকে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সাথে সমন্বয় করা।

এতদোপলক্ষ্যে অস্ট্রেলিয়া প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকে অনুরোধ করা যাচ্ছে যে, যারা আগামী সংসদ নির্বাচনে সরাসরি, সোস্যাল মিডিয়া বা অন্য কোনভাবে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করতে চান তাদেরকে টাস্কফোর্সের আহবায়ক বা সদস্য সচিবের সাথে যোগাযোগ করতে আহবান করা যাচ্ছে। টাস্কফোর্স একটা ডাটাবেজ তৈরী করে তা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাথে সমন্বয় করবে যাতে অস্ট্রেলিয়ার আওয়ামী লীগ কর্মীরা তাঁদের সময়ের সদব্যাবহার করতে পারেন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

যোগাযোগের মাধ্যমঃ
ফেসবুক পেইজঃ নির্বাচনী প্রচারনা টাস্কফোর্স, মেলবোর্ন, অস্ট্রেলিয়া
ইমেইলঃ melbourne.awamileague@gmail.com, victoria.awamileague@gmail.com


Place your ads here!

Related Articles

ছাত্রদলের প্রতিবাদ সভা

বিএনপিযুগ্ম মহাসচিব ও সাংসদ ব্যারিষ্টারমাহাবুবউদ্দিন খোকন ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবেদ ভাই সহ সকল রাজবন্ধীর মুক্তির দাবিতে অষ্ট্রেলিয়া ছাত্রদলের প্রতিবাদ।

বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের অর্থ সংস্থানের জন্য তামাকের উপর কর বৃদ্ধি করার দাবি

নিরাপদ ও গ্রীণ মাইন্ড এর প্রতীকী অবস্থানে বক্তারা দেশের বিড়ি শ্রমিকরা মারাত্মক ক্ষতিকর পরিবেশে কাজ করছে। বিড়ি কারখানায় কাজ করার

Auckland Bangladeshi Community Mourn for Bangabandhu on National Mourning Day, 2009.

The Bengali community in a big gathering in Auckland, New Zealand appealed governments of Bangladesh to complete the final process

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment