“আইসো বাহে” – বৃহত্তর রংপুর জেলা সমাবেশ

“আইসো বাহে” – বৃহত্তর রংপুর জেলা সমাবেশ

“আইসো বাহে”

গত ১১ই নভেম্বর রবিবার অনুষ্ঠিত হয়ে গেল বৃহত্তর রংপুর জেলা সমাবেশ “আইসো বাহে”।  অত্যান্ত আনন্দঘন ও আন্তরিক পরিবেশে দুপুর ১২ টায় মরটডেল কমুনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। 

সকাল ১০ টা থেকেই আয়োজকরা উপস্থিত হতে থাকে এবং অংশগ্রহণকারীরা ১২ টার দিকে আসতে থাকেন এই হলের মনোরম পরিবেশে। দুপুর ১ টার মধ্যে হলটি কানায় কানায় পূর্ণ হলে অনেককে দাড়িয়ে থাকতেও দেখা গেছে। জোহরের নামাজ আদায়ের পর দুপুরের খাবারের মাধ্যমেই শুরু হয় দিনের প্রথম কর্মসূচী। ভাল ভাল সুস্বাদু খাবারের আয়োজন করেছেন আয়োজকরা।  পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় পর্বের শুরু হয়। তেলাওয়াত করেন জনাব এজাজ বিশ্বাস। এরপর উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন জনাব আবেদ আলী মিয়া। পরপর কয়েকটি রংপুরের ভাওয়াইয়া গান গাইয়ে শ্রোতাদের মুগ্ধ করেন রুমানা ফেরদউসি লনি।

এরপর শুরু হয় পরিচিতি পর্ব। এই পর্বটি ছিল ভীষণ আকর্ষণীয় কারণ এর মাঝেই অনেকেই খুঁজে পান তাঁদের আত্মীয়দের, তাঁদের ১০ বছর ২০ বছর ৩০ বছর আগের দেশের প্রতিবেশীদের এবং সর্বোপরি সবার মাঝে পুরনো স্মৃতি চারণের একটা মুহূর্ত সবাইকে আবেগ আপ্লুত করে তোলে। প্রায় দেড় ঘণ্টা জুড়ে এই পর্বটি সবাই উপভোগ করেছেন। পুরো দিনটি জুড়ে ছোট্ট ছেলে-মেয়েদের বিনোদনের জন্য ছিল চাইল্ড মাইন্ডইং এর ব্যবস্থা যাতে বাবা-মা’রা মুক্তভাবে মূল পর্ব গুলোতে অংশ নিতে পারে।

জনাব শাহ্‌ জাহানের উপস্থাপনায় কৌতুক ও কুইজ প্রতিযোগিতাটি ছিল অত্যান্ত উপভগের। বাহে অফ দা ইয়ার প্রতিযোগিতা ভিল অত্যান্ত আকর্ষণীয়। জনাব লুতফর রহমান রুবেল ও সীমা ভাবী’র রংপুরের আঞ্চলিক ভাষায় গল্প বলা, অভিজ্ঞতা বলা ছিল আকর্ষণীয়। সবশেষে ছোট-বড়  ও মাঝারি বয়সী ছেলে- মেয়েদের জন্য ছিল আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা এবং আকর্ষণীয় পুরস্কার। র‍্যাফেল ড্র এবং সুস্বাদু মিষ্টি ও ফল খাওয়ার মাধ্যমে দিনের সমাপ্তি হয়।

জনাব মোফাখখারুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ৬ সদস্যের একটি টিম নিয়ে “আইসো বাহে”র যাত্রা শুরু হয় প্রায় ৬ মাস আগে। টিমের অন্য সভ্যরা হচ্ছেন জনাব রফিকুল ইসলাম মুকুল, জনাব হেদায়েতুল ইসলাম, জনাব মনজুর আহমেদ, জনাব শামীম আহমেদজনাব শহীদুজ্জামান আলো।

উদ্যোগতাদের পাশাপাশি অনেকেই বিভিন্নভাবে যারা এই সমাবেশের জন্য  সহযোগিতা করেছেন তারা হলেন জনাব রুস্তম, জনাব নুরন্নবি, জনাব শাহ্‌ জাহান। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন জনাব শহীদুজ্জামান আলো।


Place your ads here!

Related Articles

আমাদের গল্পঃ Untold Stories

আমাদের সবার জীবনেই কোনো না কোনো গল্প থাকে। সেই গল্প কখনো সংগ্রামের, কখনো সাফল্যের। কখনও পাওয়া-না পাওয়ার, কখনও দু:খ-বেদনা কিংবা

Very sad news for us and condolences for the families

Dr. N M Sheikh passed away (Inna Lillahi Wa Inna Ilaihi Rajiun). Dr. N M Sheikh, father of Najmul Ahsan

Naimul Islam Khan attend BNP Australia Seminar

বাংলাদেশের রাজনীতি এবং প্রবাসীদের ভূমিকা বিএনপি অস্ট্রেলিয়া আয়োজিত সেমিনারে নাঈমুল ইসলাম খান সেমিনারে বক্তব্য রাখছেন আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment