২১শে উপলক্ষে ইউনিভার্সিটি অব গ্র্যান্ট ম্যাকুইনে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা'র ব্যাপক কর্মসূচি

২১শে উপলক্ষে ইউনিভার্সিটি অব গ্র্যান্ট ম্যাকুইনে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা'র ব্যাপক কর্মসূচি

এডমন্টন , আলবার্টা ( কানাডা ) জানুয়ারী ১৮, ২০১৪- বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরস্থিত ইউনিভার্সিটি অব গ্র্যান্ট ম্যাকুইনে রেজিষ্ট্রার অফিস প্রাঙ্গনে (সকাল ৮-৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

‘৫২ এর ভাষা আন্দোলনের আলোকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বিশ্ব দরবারে অধিকতর তাৎপর্য্যবহ করে তুলতে পররাষ্ট্র মন্ত্রনালয়, দূতাবাস সমূহ এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিকে আহ্বান জানিয়ে ইতিমধ্যে পত্র দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকার সংগঠক, বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা’র সভাপতি দেলোয়ার জাহিদ।

কানাডা প্রবাসী মুক্তিযোদ্ধা ২১শে আন্দোলনের অন্যতম অগ্রদূত মরহুম রফিকুল ইসলামের স্বপ্ন পূরণ এবং বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি আদায়ে সংগঠনের উপদেষ্টা ভাষা সৈনিক মোঃ সিদ্দিক হোসেন, ইউনিভার্সিটি অব গ্র্যান্ট ম্যাকুইনের অধ্যাপক ডঃ নূরুল ইসলাম, ইউনিভার্সিটি অব আলবার্টার ডঃ হাফিজুর রহমান, আবু কাউসার খন্দকার এবং সংগঠনের নির্বাহী সহিদ হাসান, তমাল ইসলাম, আহসান উল্লাহ, মোঃ এম ভূইয়া, সাবরিনা ইসলাম, ফারহানা ইসলাম, আকাশ আলী ও মোঃ মাজহারুল ইসলামকে নিয়ে ব্যাপক তৎপরতা শুরু করেছেন। ইতিমধ্যে বাংলাদেশী পেশাজীবি এবং কয়েকটি সংগঠন এ আন্দোলনের সাথে একাত্ম হবার আশ্বাস দিয়েছেন।

কানাডীয়ান হাউস অব কমন্সে সি-৪০৭ নামে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ্যাক্ট” বর্তমানে রাজকীয় সম্মতির অপেক্ষায় রয়েছে।

এ বছর নানা ভাষাভাষি মানুষের কানাডার ২১শে কর্মসূচীতে যোগ দেয়ার সুযোগ তৈরী হচ্ছে।

বিভিন্ন দেশে বাংলাদেশী দূতাবাস সমূহের কর্মকর্তাদের উল্লেখযোগ্য ও দৃশ্যমান কোন উদ্যোগ না থাকায় প্রবাসে বসবাসকারীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ বিরাজ করে থাকে। প্রবাস থেকে বাংলা মিডিয়াগুলো প্রতিবছরই সরকারের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু এগুলো কখনোই কার্যকর করা হয়নি। বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি নির্মান, শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে আসন্ন ২১শের চেতনায় উদ্যোগী হবার অনুপ্রেরণায় এক বর্ণাঢ্য কর্মসূচী ঘোষনা করবে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি।

সংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদ ইউনিভার্সিটি অব গ্র্যান্ট ম্যাকুইনে ৩১শে জানুয়ারী সন্ধ্যা ৪-৫ টায় অনুষ্ঠিতব্য এক সংবাদ সন্মেলনে এ কর্মসূচী ঘোষনা করবেন। ইউনিভার্সিটি অব গ্র্যান্ট ম্যাকুইন ষ্টুডেন্টস এসোসিয়েশন কর্মসূচীগুলোতে সহায়তা করছে।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment