কানাডায় বাংলাদেশ হেরিটেজ সোসাইটি'র হেরিটেজ ২১শে পদকপ্রাপ্তদের নাম ও কর্মসূচী ঘোষনা

কানাডায় বাংলাদেশ হেরিটেজ সোসাইটি'র হেরিটেজ ২১শে পদকপ্রাপ্তদের নাম ও কর্মসূচী ঘোষনা

এডমোনটন, আলবার্টা (১লা ফেব্রুয়ারী, ২০১৪)ঃ গতকাল (৩১শে জানুয়ারী, শুক্রবার) সন্ধ্যায় কানাডার ইউনিভার্সিটি অব গ্র্যান্ট ম্যাকুইনে এক সংবাদ সন্মেলনে বাংলাদেশ হেরিটেজ এন্ড ইথনিক সোসাইটি অব আলবার্টা’র সভাপতি দেলোয়ার জাহিদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “হেরিটেজ ২১শে পদক” প্রাপ্তদের নাম প্রকাশ, আসন্ন ২১শে ফেব্রোয়ারীতে অনুষ্ঠিতব্য সকাল-সন্ধ্যা কর্মসূচী, আলোচনাসভা ও জাতিসংঘ সহ কানাডা সরকারের নিকট গুরুত্বপূর্ণ চার দফা দাবিনামা তুলে ধরেন।

সন্মেলনে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহীর অন্যতম ভাষা সৈনিক মোঃ সিদ্দিক হুসাইন, প্রফেসর ডঃ নূরুল ইসলামকে শিক্ষা ক্ষেত্রে সবিশেষ অবদান, বাংলা স্কুল প্রতিষ্ঠায় কৃতিত্ব,গ্র্যান্ট ম্যাকুইন সহ অন্নান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার স্বীকৃতি। ডঃ হাফিজুর রহমান, ইউনিভার্সিটি অব আলবার্টার একজন বিশিষ্ট গবেষক ও কমিউনিটি সার্ভিসে নিরলস সেচ্ছাসেবী, সোসাইটি’র বিদায়ী সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তাজুল আলী এবং নিবেদিত প্রাণ স্বেচ্ছাসবী মুহাম্মদ ইসমাইল এবং বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন অব এডমনটন তথা বাংলাদেশ হেরিটেজ এন্ড ইথনিক সোসাইটি অব আলবার্টা র সাবেক সভাপতি নিরলস ও নিবিদিত প্রান সমাজকর্মী সহিদ হাসানকে “হেরিটেজ ২১শে পদক” দেবার কথা ঘোষনা করা হয়।

সভাপতি দেলোয়ার জাহিদ তার সুদীর্ঘ ব্ক্তব্য প্রদানের মধ্যদিয়ে অবিলম্ভে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি, কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ফেড ও প্রভিন্সে যথাযথ স্বীকৃতিদান, কানাডীয়ান হাউস অব কমন্সে সি-৪০৭ নামে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ্যাক্ট” বর্তমানে রাজকীয় সম্মতির ব্যবস্থা নেয়া এবং কানাডায় শহীদ মিনার তৈরী ও হেরিটেজ মিউজিয়াম করতে সার্বিক সহযোগিতার দাবি জানান।

সন্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ নূরুল ইসলাম, বেসা’র সাবেক সভাপতি সহিদ হাসান, কাউসার খন্দকার (গ্র্যান্ট ম্যাকুইন) হায়দারজান চৌধুরী, মোঃ জাকারিয়া, জুডি দুবে, বেসেন্ত নাবিদাদ, মোঃ ইসা, আন্দ্রেস, আহসান উল্লাহ ও আন্তর্জাতিক হেরিটেজ লেন্গুয়েজ এসোসিয়েশনের প্রতিনিধি নাতালিয়া কভালিওবা প্রমুখ।

২১শে ফেব্রোয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরস্থিত ইউনিভার্সিটি অব গ্র্যান্ট ম্যাকুইনে রেজিষ্ট্রার অফিস প্রাঙ্গনে (সকাল ৯-৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) আলোচনা, সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ব্যাপক কিছু কর্মসূচি ঘোষনা করা হয়েছে। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সহিদ হাসান। (তথ্য বিবরনী)


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment