বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ পদ্ধতিতে রাজনৈতিক সমস্যা সমাধানের আহ্বান

বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ পদ্ধতিতে রাজনৈতিক সমস্যা সমাধানের আহ্বান

কানাডা’র, এডমন্টনস্থ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন অব এডমনন্টন, আলবার্টা বাংলাদেশের অর্থনীতিকে মজবুত এবং বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি নির্মান, শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে উদ্যোগী হওয়ার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানায়, নববর্ষ ২০১৪ এর উৎসবের উপর এক আলোচনায় প্রধান বক্তা বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকার সংগঠক জনাব দেলোয়ার জাহিদ, সভাপতি বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা ( BHESA ) এ অনুরোধ জানান।

সভায় উপস্থিত সকলকে স্বাগত জানান মোঃ লস্কর ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঙ্গালী এসোসিয়েশন অব এডমনন্টন এর সভাপতি বাবু শ্রীপাতি দে। এডমন্টনের বনিডন হলে অনুষ্ঠিত রাতের এ বর্ণাঢ্য কর্মসূচিতে সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশ তালুকদার , শাব্বির আহমেদ , কাজী আওরঙ্গজেব , ডাঃ শেখ জলিল প্রমুখ এবং বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমনন্টনের সাবেক সভাপতি ডাঃ মামুন হাসান, বর্তমান সহ সভাপতি কাজী আওরঙ্গজেব, সাবেক সভাপতি বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা সহিদ হাসান ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এডমন্টন শহরে বাংলাদেশের ব্যবসায়ীগণ তাদের অ্যাসোসিয়েশনকে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

দেলোয়ার জাহিদ শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজে দ্বন্দ্ব মীমাংসা, রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি, অগ্রগতি ও দেশের ভাবমূর্তি পুনঃ প্রতিষ্ঠায় বিদেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারূপ করেন।

বাংলা, হিন্দী ও ইংরেজী গানে দর্শক শ্রোতাদের মন মাতানো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অননুষ্ঠানে আবৃত্তি, কৌতুক, নৃত্য ও গিটার প্লে ছিলো শীতের কনকনে ঠান্ডায় বেশ উপভোগ্য।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment