আন্তর্জাতিক জাতিগত বৈষম্য দূরীকরণ দিবস পালন
এডমোনটন, কানাডা, ২১শে মার্চঃ আন্তর্জাতিক জাতিগত বৈষম্য দূরীকরণ দিবস পালন উপলক্ষে আজ কানাডার এডমনটনে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা এক আলোচনানুষ্ঠানের আয়োজন করে । সংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদের সভাপতিত্বে সন্ধ্যায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় কর্মক্ষত্রে বৈষম্য দূরীকরণের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সহিদ হাসান, সাধারন সম্পাদক আহসান উল্লাহ, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম ও সংস্কৃতি বিষয়ক সচিব এম আনামুর রহমান মিয়া। বক্তাগন বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম ও সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক কাঠামোর বাইরে কি করণীয় তা নিয়ে ব্যক্তি, সম্প্রদায়, সমাজ ও অঞ্চলে ব্যাপক আলোচনার দাবি জানান। যে সব অঞ্চলে বা সমাজে বর্ণবাদ অবিচার ও কলঙ্কের বোঝা হিসেবে রয়ে গেছে এর বিরুদ্ধে কাজ করার জন্য সাংগঠনিক তৎপরতার উপর ও তারা জোর দেন।
কানাডার সন্মানিত প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, পিসি, এমপি আন্তর্জাতিক জাতিগত বৈষম্য দূরীকরণ দিবস পালন উপলক্ষে জাতির উদ্দেশ্য একটি বার্তা পাঠান।
সভাপতি দেলোয়ার জাহিদ বর্ণবাদ, অসহিষ্ণুতা ও জাতিগত বিদ্বেষ এর সাথে সম্প্রদায়িকতার নিবির যোগসূত্রের বরাত দিয়ে বৈষম্যহীনতা, সম্প্রীতি ও জীবনে সহনশীলতার শিক্ষা নেয়ার জন্য সকলকে আহ্বান জানান। তিনি আইনের প্রতি শ্রদ্ধা, ব্যক্তি সমতা ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে এ সমস্যা থেকে পরিত্রানের উপায় খুজতে সাংগঠনিক উদ্যোগের উপর জোরারূপ করেন।