আগামী ৩ই জানুয়ারী শুভ উদ্বোধন হচ্ছে এনটিবি অষ্ট্রেলিয়ার স'ায়ী অফিস ও স্টুডিও

আগামী ৩ই জানুয়ারী শুভ উদ্বোধন হচ্ছে  এনটিবি অষ্ট্রেলিয়ার স'ায়ী  অফিস ও স্টুডিও

অষ্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশেীদের জন্য খুব শিগ্র্র্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিবি অষ্ট্র্রেলিয়ার কার্যক্র্র্রম। যদি ও র্দীঘ এক বছরের ও বেশি সময় ধরে অষ্ট্রেলিয়াতে এনটিবি তাদের কার্র্যক্রম পরিচালনা করেছে কিছুটা সীমিত পরিসরে। আগামী বছরের শুরুতে ৩ই জানুয়ারী এনটিবি কালচারাল নাইট ২০১৫ রোজ শনিবার রকডেল টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জাঁকজমক পূর্ন আনুষ্ঠান। সিডনীর বাহিরে মেলবোর্নে ও অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিবি কালচারাল নাইট ২০১৫ এর মনমুগ্ধকর অনুষ্ঠান এর দৃত্বীয় আয়োজন। সমগ্র্র অষ্টেলিয়া থেকে ইতিমধ্যে কমিউনিটির বিশিষ্ঠজনের কাছে পাঠানো হয়েছে আমন্ত্রন পত্র। আমন্ত্রিত অতিথী ছাড়া ও থাকবে অষ্ট্র্র্রেলিয়ার মূলধারার রাজনীতিবিদ ও সংবাদ মাধ্যমের ব্য্যাক্তির্বগ। বা্রইট ওয়ার্র্ল্ড ট্র্র্রাবেলের সহযোগিতায় এই অনুষ্ঠানে স্পনসর থাকছে সিডনী ফুড লি:, বাংলাদেশ প্যালেস, ফেইথ এক্সপেস, স্পইসি অফ লাইফ, অষ্টেলিয়া পাসেফিক লি:, কামরুল ইসলাম সিপিএ ত্রিএ একাউন্টস। অনলাইন মিডিয়: অপডেট বিডি নিউজ প্রিন্ট বার্সনে : বাংলা বার্ত ও দেশবিদেশ পত্রিকা। এনটিবি কার্যক্রম ও অনষ্ঠান নিয়ে আমাদের সাথে কথা বলেন প্রধান নির্বহী কর্মকর্তা রাশেদ শ্রাবন, তিনি বলেন বালাদেশের সাটেলাইট চ্যানেল হিসাবে আমরাই প্রথম অষ্টেলিয়ার র্দশকদের জন্য স’ায়ী অফিসে কাযক্র্রম করতে যাচ্ছি। আর ৩ই জানুয়ারী সিডনী ও ৪ই জানুয়ারী মেলবোর্নে প্রবাসী বাংলাদেশীদের একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়া আমাদের লহ্ম। আমরা আসা করব আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। অনুষ্ঠানের টিকেট বুকিং করতে লগইন করুন।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment