শ্রীমঙ্গলে পাহাড়ের কোলে পাঁচতারা ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ’ এর রাজকীয় উদ্বোধন

শ্রীমঙ্গলে পাহাড়ের কোলে পাঁচতারা ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ’ এর রাজকীয় উদ্বোধন

রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে আজ ২৫ ডিসেম্বর ২০১৩, বুধবার, আনুষ্ঠানিক যাত্রা শুরম্ন করল চা-বাগান, ঝর্ণা আর বনভূমির আদর লালিত নয়নাভিরাম শহর শ্রীমঙ্গলের ১৩.৬ একর জায়গা নিয়ে সম্পূর্ন বাংলাদেশী বিনিয়োগে নির্মিত বাংলাদেশের প্রথম পাঁচ তারকা মানের অবকাশ কেন্দ্র ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ’।

গ্র্যান্ড সুলতান রিসোর্টের গ্র্যান্ড বলরম্নম রোশনি মহলে সন্ধ্যা ৭-০০ টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এক্সকারশন অ্যান্ড রিসোর্টস বাংলাদেশ লি. (গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ এর মূল প্রতিষ্ঠান) এর চেয়ারম্যান খাজা টিপু সুলতান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এক্সকারশন এ্যান্ড রিসোর্টস বাংলাদেশ লি. এর ম্যানেজিং ডিরেক্টর সোহেল হোসেন ইবনে বতুতা, টেকনিক্যাল ডিরেক্টর বিকেএস ইনান, এক্সিকিউটিভ ডিরেক্টর ফারম্নক রহমান, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ এর জেনারেল ম্যানেজার টনি খান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উদ্বোধনী বক্তৃতায় খাজা টিপু সুলতান বলেন, এটি কেবল কোম্পনির নয়, বরং হয়ে উঠেছে এদেশের সকল মানুষের সম্পদ। ‘বিশ্বমানের সুযোগসুবিধা নিয়ে গড়ে ওঠা এ অবকাশ কেন্দ্র আমাদের সকলেরই গৌরব’ উলেস্নখ করেন তিনি।

টিপু সুলতান বলেন, আমাদের এখানে এ ধরনের একটি অবকাশ কেন্দ্রের চাহিদা ছিল দীর্ঘদিনের। আজ সে চাহিদা পূরণ হওয়ায় আমরা তৃপ্ত। আবেগঘন কণ্ঠে তিনি আরও জানান, মহামান্য প্রেসিডেন্টের হাতে ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ’ এর উদ্বোধনী আয়োজন সম্পন্ন হবার কথা থাকলেও দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি। ‘এ কারণে আমাদের রিসোর্টের উদ্বোধনে রাজকীয় আয়োজনের পরিকল্পনাও কাঁটছাট করতে হয়েছে অনেকাংশে’ যোগ করেন তিনি।

দুইদিন ব্যাপী চলবে দেশের সবচেয়ে বড় এ রিসোর্টের উদ্বোধনী আয়োজন। দিনটি একই সাথে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হওয়ায় বড়দিন উদযাপনেও ছিল ব্যাপক আয়োজন। আলোকসজ্জিত ক্রিসমাস ট্রি আর সানত্মাক্লজের উপহার ছাড়াও শিশুদের জন্য ছিল খেলনা উপহার।

আনুষ্ঠানিক উদ্বোধনের পরই সুরের মূর্চ্ছনা তুলে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের প্রবাদপ্রতিম ব্যান্ড সোলস। এরপর ছিল গ্র্যান্ড ডিনার। উলেস্নখ্য, আমন্ত্রিত অতিথি ছাড়াও কনসার্ট এবং ডিনারে অংশগ্রহণের সুযোগ রয়েছে সর্বসাধারণের। এছাড়া, দুইদিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে কাল সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন হায়দার হোসেন এ্যান্ড ব্রাদার্স।

রিসোর্ট কর্তৃপড়্গ জানান, আধুনিক সকল সুবিধাসহ ২,০০,০০০ বর্গফুট জায়গার ওপর গড়ে তোলা নয় তলা ভবনে রয়েছে ১৪৫টি কড়্গ, এর মধ্যে ৪৫টি কিং সাইজ আর ৪৩টি কুইন সাইজ কড়্গ। একটি অসাধারণ নাইন হোল গলফ কোর্স ছাড়াও এখানে রয়েছে লন টেনিস, ব্যাডমিন্টন, বিলিয়ার্ড ও টেবিল টেনিস খেলার আয়োজন। শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জোন। রিসোর্টটিতে অ্যামিবা আকৃতির বিশাল সুইমিংপুলসহ সুনিয়ন্ত্রিত তাপমাত্রার সর্বমোট ৩টি সুইমিংপুল আছে। এখানে আরো আছে থ্রি-ডি থিয়েটার, যেখানে ৪৪ জন একসঙ্গে বসে এই থিয়েটারে সিনেমা উপভোগ করতে পারবে। দেশের কোন আনন্দ নিবাসে এই প্রথমবারের মত সংযোজিত হয়েছে সুবিশাল পাঠাগার।

কর্তৃপড়্গ আরো জানান, রিসোর্টে ১২০০ জনের সংকুলান সমৃদ্ধ ‘রোশনি মহল’ ও ৭৫০ জনের স্থান সংকুলান সুবিধাসমৃদ্ধ ‘নওমি মঞ্জিল’ নামের দুইটি ব্যাংকোয়েট হল আছে। এছাড়াও রয়েছে ফোয়ারা ডাইন, শাহী ডাইন ও অরণ্য বিলাস নামের ৩৩০ আসন বিশিষ্ট পাঁচ তারকা মানের রেস্টুরেন্ট। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে গলফ পাহাড়িকা, পুল ডেক ও ক্যাফে মঙ্গল নামে তিনটি দুর্দানত্ম ক্যাফে। কর্পোরেট অতিথিদের জন্য আছে ভিন্নমাত্রার সুবিধা। রিসোর্টে তিনটি বিশালাকৃতির দৃষ্টিনন্দন রম্নচিশীল মিটিং কড়্গ ছাড়াও অত্যাধুনিক সুসজ্জিত জিমনেসিয়ামসহ রয়েছে স্পা, সনা, জ্যাকুজি ও ম্যাসেজ পার্লারের ব্যবস্থা।

উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন এক্সকারশন এ্যান্ড রিসোর্টস বাংলাদেশ লি. এর হেড অব সেলস এ্যান্ড মার্কেটিং আরমান খান।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment