অস্ট্রেলিয়ার বাংলাদেশী মেরিনারদের দ্বিতীয় পুর্নমিলনী – চৌধুরি মোহাঃ সদর উদ্দিন
প্রথম পুর্নমিলনীর পর কোন দিক দিয়ে যে ছয়টা বছর পার হয়ে গেছে বুঝতেই পারিনি, তাই যখন শুনলাম এবার আবার এটা হচ্ছে তখন থেকেই আপেক্ষা করছিলাম কবে যাবো তাথরার কিয়ানিনি রিসোর্টে। সিডনি থেকে প্রায় ৫০০ কিলোমিটার আর মেলবোর্ন থেকে ৯০০ কিলোমিটার দুরে নিউ সাউথ ওয়েলসের সাফায়ার কোস্টে বেগার পাশেই কিয়ানিনি রিসোর্ট। পুরা রিসোর্টা ভাড়া করা হয়েছিল তিন রাত্রি আর দুই দিনের জন্যে। অসম্ভব সুন্দর দুইটা দিন কাটালাম সেই রিসোর্ট। ডারুইন থেকে সিডনি প্লেনে তার পর এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে তাথরা। ৫০০ কিলোমিটার যাত্রাটাও ছিল খুবই সুন্দর। বেগা এলাকাটা বিখ্যাত বেগা পনিরের জন্য, পথে তাই গরুর খামারের ছিলনা অভাব। পাহাড়ি পথ মনে করিয়ে দিচ্ছিল রাংগামাটির কথা। দেখা হলো আনেকের সাথে বহুদিন পরে, আড্ডা হল জম্পেক্ট, রুমির খাবারের রেঞ্জ ছিল ভর্তা ভাজি থেকে বিরিয়ানি আর পরটা থেকে বারবিকিউ পর্যন্ত বিস্তৃত। দুই দিন আর তিন রাত্রে খেলাম এক মাসের খাবার। বিংগো, মাছ ধরা, ক্যানুইং, ক্রিকেট, কুইজ ইত্যাদি নানা পদের আনন্দ আয়োজনের মাঝে এ প্রজন্মের ছেলে – মেয়ে থেকে আমরা আর আমাদের আগের প্রজন্মের সবাই ছিলাম মন্ত্র মুগ্ধের মত আচ্ছন্ন। আয়োজকদের জানাচ্ছি প্রাণ ঢালা আভিনন্দন। আশা নিয়ে থাকলাম আবার কবে হবে এরকম আরেকটা অনুষ্ঠান তার সাথে আমার ভিডিওতে ধরা কিছু মুহুর্তের ছবি আপনাদের জন্য।
http://www.youtube.com/watch?v=y15Uhpgx6QA
http://www.youtube.com/watch?v=y_T0p4ORDXo
17/03/2010