“বাদল দিনে” মিউজিক এলবাম এর রিভিউ

“বাদল দিনে” মিউজিক এলবাম এর রিভিউ

চরম এক ব্যস্ততার মাঝে যখন এই অ্যালবামটি পেলাম তখন ভাবছিলাম গানগুলো পরে শুনবো কিন্তু এর প্রচ্ছদ এবং নামকরণ আমাকে বারবার গানগুলো শোনার জন্য আহবান করতে লাগলো। পাঁচটি গানের সমন্বয়ে তৈরি এই অ্যালবাম “বাদল দিনে” শুনতে বসে প্রথমে ভাবলাম একটি দুটি গান শুনে পরে আবার বাকিগুলো শুনবো। ‌ কিন্তু প্রতিটি গানের কথা ও সুর এতটাই চমৎকার যে সবগুলো গান একবারে না শুনে ওঠতে পারলাম না এবং প্রতিটি গান বারবার করে শুনলাম। বিশেষ করে শিল্পী পন্ডিত তুষার দত্তের কন্ঠ এতটাই আবেগময় ও দরদ ভরা যা কিনা হৃদয় ছুঁয়ে যায়।

প্রতিটি গান এর ভেতর ক্লাসিক্যাল সুরের যে আমেজ রয়েছে সেটিই এই অ্যালবামের ব্যতিক্রমতা বহন করছে। ‌ গানের কথা ও সুরের সাথে শিল্পী তার কন্ঠের গভীরতা দিয়ে গানগুলোকে যেভাবে উপস্থাপন করে তুলেছেন তা সত্যিই অতুলনীয়। পাশাপাশি সবগুলো গানের সাথেই অসাধারণ বাদ্যযন্ত্র, অসাধারণ রেকর্ডিং এবং ভিডিও সংযোজন পুরো অ্যালবামকে অনেক প্রাণবন্ত করে তুলেছে।

সবকটি গানের কথা গুলো খুবই হৃদয় ছোঁয়া, গানের সুরগুলো মনের ভেতর দাগ কেটে যায় আর শিল্পীর কন্ঠ এতটাই ভরাট ও ছন্দমুখর যে, যা কিনা বারবার গানগুলো শুনবার জন্য হৃদয়ের ভেতর তাগিদ দিতে থাকে। গানগুলোর ভেতর ভালোবাসার যে গভীরতা প্রকাশিত হয়েছে সেটি মনে রাখবার মতো। সব গান শুনবার পর কখন যে শেষ গানটি হলো বুঝতেই পারলাম না। মনে হচ্ছিল এরপর হয়তো আরো কিছু গান শুনতে পাবো।

গানগুলো যখন শুনছিলাম ওই মুহূর্তে পরিবেশটি ছিল রৌদ্রজ্জ্বল ঝলমলে দিন। যদিও ঐ সময়ে গানগুলো শুনতে খুবই ভালো লাগছিল কিন্তু তবুও শুনতে শুনতে একথাও মনে হচ্ছিল যে, যদি একটু বৃষ্টি হতো কিংবা বাদলা দিন থাকতো তাহলে না জানি আরো কত সুন্দর এক পরিবেশ তৈরি হতো। কারণ গানগুলো শোনার সময় মনের ভেতর ওইরকম একটি ইচ্ছাই জেগে ওঠে এবং ওরকম একটি বাদল দিনের ও পরিবেশের কথাই মনে পড়ে যায়। অপেক্ষায় আছি কখন সেই বাদল দিনের ঘন ঘোর বর্ষা এসে আমার এই মনের ইচ্ছে কে পূরণ করবে এবং গানগুলোকে আবার আমি ওই পরিবেশে মন ভরে শুনতে পাব।

গানগুলি এতটাই প্রেমভিত্তিক মনে হয়েছে আমার কাছে যে এগুলো বুঝি সবাইকে তার নিজ নিজ জীবনের ভালবাসার বিভিন্ন মুহূর্তগুলোর কথা স্মরণ করিয়ে দেয়‌ এবং নিয়ে যায় স্মৃতির অতল গহ্বরে। ‌

আমার মনে হয় গানগুলো যেকোনো বয়সের মানুষের কাছেই অত্যন্ত শ্রুতি মধুর হবে এবং প্রত্যেকেরই জীবনের কোন না কোন মুহূর্তের সময় গুলিকে তাদের কাছে ধরা দিয়ে, তাদের জীবনের সেই কথাগুলো বলবে এবং তাদের কাছে গানগুলো ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠবে।

অডিও অ্যালবাম – বাদল-দিনে (Badol Diney)
মূল মিউজিক ভিডিওগুলো পৃথকভাবে প্রকাশ করেছে জলসা স্টুডিও।

কণ্ঠ শিল্পীঃ পন্ডিত তুষার দত্ত
সুরকারঃ রবিন গুদা

সেতার: রাহুল চ্যাটার্জি
সারেঙ্গী: দেবাশিস হালদার
কীবোর্ড: শুভেন্দু দাস
তবলা: পিনাকী চক্রবর্তী
হারমোনিয়াম: অভিজিৎ সেনগুপ্ত
কুসুম স্টুডিওতে রেকর্ড করা হয়েছে

গানের তালিকা:
১. আজ এই শ্রাবন হাওয়ায় – গীতিকারঃ তুষার রায়
২. বাদল দিনে বাদল ধারা – গীতিকারঃ সাহাদাত মানিক
৩. কাজরি বাজিছে বনে – গীতিকারঃ সুশান্ত সরকার
৪. কেনো এলে না – গীতিকারঃ সাহাদাত মানিক
৫. এমন ঝরো ঝরো বরষায় – গীতিকারঃ সুশান্ত সরকার

রিভিউ:- ডাক্তার নায়লা আজিজ মিতা

Dr Naila Aziz Meeta

Dr Naila Aziz Meeta

Home town is Bangladesh, live in Australia. Love to write, read, travel, and listening to music.


Place your ads here!

Related Articles

The Copenhagen Launch Fund: Decision at the Commonwealth Summit

The heads of state/government of 53-member states of the Commonwealth met in Port of Spain, capital city of Trinidad &

Eid Greetings from Brother Abul Ehsan

Bismillaah Walhamdulillaah Wassalaatu Wassalaamu A’ala Rasoolillaah My Dearest Brothers and Sisters-in-Faith Assalaamu Alaikum WaRahmatullaahi WaBarakaatuh All Praises are due to

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ঝড়

সাদাত হুসাইন সাকিব আল হাসানকে আপনি কতটা ভালোবাসেন? আমি তারচেয়েও বেশি ভালোবাসি… অনেক বেশি… আর ভালোবাসি বলেই ইন্ডিয়ার বিনোদ কাম্বলি,

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment