নারায়ণগঞ্জ গ-১২৭০ : প্যারিসে জাকারিয়া মিঠুর হাই ভোল্টেজ ড্রামা (ভিডিও)

নারায়ণগঞ্জ গ-১২৭০ : প্যারিসে জাকারিয়া মিঠুর হাই ভোল্টেজ ড্রামা (ভিডিও)

শীতলক্ষা তীরের সেভেন মার্ডার সহ খুন-গুমের বাংলাদেশ যখন আজ এক আতংকের জনপদ, বিদেশ বিভুঁইয়ে তার প্রভাব পড়তে শুরু করেছে সংস্কৃতিমনা প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। ‘নারায়ণগঞ্জ গ-১২৭০’ নামে বিশেষ নাটকের শ্যুটিং জোরেশোরে এগিয়ে চলেছে আইফেল টাওয়ারের দেশে।

প্যারিস প্রবাসী প্রতিশ্রুতিশীল নির্মাতা ও পরিচালক জাকারিয়া মিঠুর এই হাই ভোল্টেজ ড্রামার প্রথম এইচডি ট্রেলার ইতিমধ্যে স্যোশাল মিডিয়াতে ব্যাপক সাড়া জাগিয়েছে। ২৬ মে সোমবার এই প্রদিবেদককে জাকারিয়া মিঠু জানান, ফ্রান্সের রাজধানীতে শ্যুটিং হলেও শীতলক্ষা তীরের অনেক দৃশ্যই দর্শকরা অবলোকন করবেন ‘নারায়ণগঞ্জ গ-১২৭০’ নাটকে। এতে অভিনয় করেছেন ফ্রান্সে বসবাসরত তরুণ-তরুণীরা।

পরিচালক জাকারিয়া মিঠু জানান, অভিনয়ে নবীন হলেও শ্যুটিংয়ে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন প্রত্যেকেই। একজন নিরপরাধ মানুষকে গুম করার পর নৃশংসভাবে হত্যা করে যেভাবে ধ্বংস করে দেয়া হয়েছে গোটা একটি পরিবারকে, তাই অত্যন্ত দক্ষতার সাথে সুনিপুনভাবে ফুটে উঠেছে ‘আনন্দ ফ্রান্স’ এর প্রযোজনায় এবং মতিউর রহমান বাবুর কাহিনীতে।

প্যারিসের স্বনামধন্য মিউজিশিয়ান আরিফ রানার লেখা ও সুর করা গান নতুন মাত্রা যোগ করেছে শিহরণ জাগানিয়া নাটকটিতে। ইমেজ সংকটের মুখোমুখি বাংলাদেশে খুন-গুম-অপহরণের বিরুদ্ধে কঠিন প্রতিবাদী থিম নিয়ে তৈরী বিশেষ এই প্রোডাকশানটি সহসাই ঢাকার জনপ্রিয় একটি চ্যানেলে সম্প্রচারিত হবে বলে আশা করা হচ্ছে।

https://www.youtube.com/watch?v=qH7E4eRBHSM


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment