বাঘেলের ভারত জিও! মোদীর ভারত নো নো
দিলরুবা শাহানা:
পৃথিবীর মানবিক আত্মারা প্রার্থনায় করজোড় প্রেমকান্ত বাঘেলের মঙ্গল চেয়ে, প্রার্থনা নির্যাতিত ভীত মানুষের স্বস্থি ও শান্তি চেয়ে।
পরিস্থিতি তাতানো হয়েছে, সাধারন মানুষকে উসকানি দেয়া হয়েছে মানুষকে বধ করার জন্য। এসব অমানবিক কাজে মোদী জি ইন্ধনদাতা। কোন ভারত তার চাওয়া? শান্তির ভারত, সৌহার্দের ভারত, ভ্রাতৃত্বের ভারত নাকি মানুষ বধে উন্মত্ত কতিপয় অমানুষের ভারত?
ধৈর্য ধরে কান পেতে শুনতে হবে, উদার দৃষ্টি মেলে চারদিকে সতর্কভাবে দেখে নিতে হবে। পুরো ভারত ও ভারতের পুরোটা মোদীর কর্মযজ্ঞের সঙ্গী নয়।
মোদীতে অনাস্থা তাই দিল্লীর জেএনইউতে অত্যাচারিত পড়ুয়াদের পাশে দীপিকা পাডুকোন ছুটে গেছেন।
পুলিশকে তিরস্কার করেছেন খুদ দিল্লীতে বসে বিচারপতি মুরুলীধরন। পুলিশের গাফিলতি ছিল মুসলিমদের বিরুদ্ধে উস্কানিদাতা মোদীর মন্ত্রীদের বিরুদ্ধে এফআইআর করতে অনিহা। এর খেসারত দিয়েছেন মুরুলীধরন। মধ্যরাতে মোদী গং বিচারপতিকে দিল্লীছাড়া করেছে বদলীর সুবাদে। বিচারপতির ন্যায্য ভূমিকা ধন্যবাদার্হ!
ভারতের বিবেকবান মানুষ অনেক তারা মোদীর কার্যকলাপের প্রেক্ষিতে অনেক জোড়ালো বক্তব্য রেখেছেন। একদিন এ বিষয়ে সব কথা, সবার ভূমিকা জানবে মানুষ অবশ্যই।
পশ্চিম বঙ্গের তৃনমূল সাংসদ মিমি মোদীর ভারতের উন্মত্ততা পর্যবেক্ষণের পর টুইট করে লিখেছেন
‘’আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই। আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান আর নই। মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন, সেটা আর যাই হোক মানুষ আর নই।’
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতার অংশ উদ্ধৃত করেছেন অভিনেতা পরিচালক সৃজিত মুখার্জি। তিনি লিখেছেন, ‘অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী। পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে প্রেমহার হয় গাঁথা। জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।’
ভাল মানুষই বেশী না হলে প্রেমকান্ত বাঘেল দিল্লীতে নিজ প্রাণতুচ্ছ করে মুসলমানদের বাঁচাতে আগুণে পুড়তো না।
‘প্রেমকান্ত বাঘেল নামের দিল্লির শিব বিহার এলাকার ওই যুবক জ্বলন্ত ঘরে আটকে পড়া প্রতিবেশী ছয়জন মুসলমানকে বাঁচিয়েছেন। এই কাজ করতে গিয়ে শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়ে এখন তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।‘
এই সময়ে ধৈর্য ধরতে হবে, বদলা নেওয়ার নামে সুযোগসন্ধানী দুস্কৃতিকারীরা মেতে উঠতে পারে সে পরিস্থিতি যাতে তৈরী না হয় এই বিষয়ে জরুরী সতর্কতা প্রয়োজন।
দুষ্ট মানুষ সবদেশে, সব ধর্মে ও সব কালেই ছিল এখনও আছে, ভবিৎষতেও থাকবে না তার কোন নিশ্চয়তা নেই তাই বিবেকবান ও ন্যায়অন্যায় বিষয়ে বুঝক্ষর বা বোঝদার মানুষকে ভূমিকা নিতে হবে।
বাঘেলের শরীর ৭০ শতাংশ পুড়ে গেছে তবুও ওই রাতে তার জন্য এ্যাম্বুলেন্স ডেকেও পাওয়া যায় নি, হসপিটাল সহযোগিতা দেখায়নি। প্রেমকান্ত বাঘেল মুসলমান ছিল না। দিল্লির শিব বিহার মুসলমানদের বাড়ীতে পেট্রোল বোমা ছুড়ে মারা হয়েছিল তাদের মৃত্যু থেকে উদ্ধার করতে যায় প্রেমকান্ত বাঘেল নামের তরুণটি। শেষ যে মুসলিম বৃদ্ধাকে আগুণ থেকে বের করতে সে যায় তখনি অগ্নিদগ্ধ হয়। মানুষ নামের উপযুক্ত বাঘেল। বাঘেল নমস্য!
Related Articles
Foreign Secretary’s visit to Myanmar: A productive outcome
The recent visit of Bangladesh Foreign Secretary to Myanmar for two days from 13 to 15 June is timely and
মানবাধিকারের মহাপুরুষ হে মহান শেখ মুজিবর রহমান -ফরিদ আহমেদ
মানবাধিকারের মহাপুরুষ শেখ মুজিবর রহমান আজ বঙ্গবন্ধু সম্মানে ভূষিত ও জাতির জনকের আসনে অধিষ্ঠিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। যদি আজ
ফোলির খুনি চিহ্নিত, দাবি ব্রিটিশ গোয়েন্দাদের
সন্দেহের তালিকায় গত কালই তার নাম উঠেছিল। রবিবার ব্রিটেনের গুপ্তচর সংস্থা প্রায় নিশ্চিত হয়ে গেল মার্কিন সাংবাদিক জেমস ফোলির হত্যাকারী