বন্ধুত্বের স্বরূপ

বন্ধুত্বের স্বরূপ

“আমি ভালোবাসি যারে সে কি কভু আমা হতে দুরে যেতে পারে!”

পারে। খুব পারে। আজ কাল কাছে থাকা নির্ধারন করা হয় ভিন্ন কিছু দিয়ে, কে কত খাওয়াইলো, কে কত কি দিল, কার বাড়ি কত বড়, কার কাছে গিয়া মনের আনন্দে অন্যের নামে কুটনামি করা যায়, কে অতীত ইতিহাস জানে না ইত্যাদি ইত্যাদি।

একটা সময় ছিল যখন বন্ধুত্ব হতো মনের মিলে। এখন বন্ধুত্ব হয় শত্রুতে  শত্রুতে। আপনার বন্ধু যখন আর আপনাকে বন্ধু বলে মনে করছেনা, তখন সে গিয়া গলা ধরবে সেই মানুষের, যার দুর্ব্যবহারের কথা আপনি কোনো সময় হয়তো মনের দু:খে তার সাথে শেয়ার করেছিলেন। তারপর তারা দুজন মিলে আপনাকে যত ধরনের মানসিক যন্ত্রনা দেয়া যায় তার সব গুলোর সুব্যবহার করে ছাড়বে। আর এই সব দেখানোর জন্য ফেইসবুক এখন সবচেয়ে বড় মিডিয়া।


মানুষ দিন দিন কেমন যেনো প্রতিহিংসা পরায়ন হয়ে যাচ্ছে। কোনে ধৈর্য্য নেই কারো। নেই কোনো সহমর্মিতাবোধ। একজন কোনো কারনে একটু ডাউন হলেই তাকে যেন সবাই মিলে এক ঘরে করার একটা প্রতিযোগীতা শুরু করে। শুরু হয় টিম ওয়ার্ক।এরা জনে জনে গিয়ে সত্য মিথ্যা বানিয়ে অন্যের মনটাকে আপনার প্রতি এতটাই বিষিয়ে দেয় যে অজানা অচেনাও আপনার সাথে মিশতে ভয় পাবে। এরা হেন কথা নাই যে বলে না।


যদিও এই বিষয় আমাদের সমাজে নতুন না, কিন্তু এর মাত্রা যে হারে বাড়ছে তাতে একটা সময় কেউ আর কাউকে বিশ্বাস করবে না। কেউ আর দু:খ সুখের কথা বন্ধু নামধারী মানুষটাকে জানাতে ভরসা পাবে না।


আমরা যারা দেশের বাইরে থাকি, সবাই বাবা-মা, ভাই-বোন, আত্মীয় -স্বজন, বন্ধু -বান্ধব ছেড়ে এখানে মুলত: একাই থাকি। তখন কারো সাথে যখন ঘনিষ্টতা হয়, সুখ এবং দু:খে সব কিছু তার সাথেই শেয়ার করতে চাই। আর সেই মানুষটি যদি কোনো কারনে সরে যায় তখন, সেই কথা গুলোকে অস্ত্র বানিয়ে সে এক যুদ্ধে নেমে পড়ে। মরনপণ যুদ্ধ। অন্যের সামনে আপনাকে খাটো করার যুদ্ধ। আপনাকে কোনঠাসা করার যুদ্ধ।

প্রতীকী ছবি (ইন্টারনেট থেকে)


ছোটবেলায় মা, মাসি কে দেখেছি তাদের অভাব অভিযোগের কথা আসে পাশের মাসী, পিশী, কাকীদের সাথে শেয়ার করতে।তারাই ছিল তাদের বন্ধু। আবার পাড়ার অন্য কাকি জেঠীরাও তেমনি যে কোনো প্রয়োজনে আলুটা মুলোটা নিতে কোনো ভনিতা করতেন না। সেটা নিয়ে কে কি ভাববে তার চিন্তা করতেন না। কে কত সস্তায় কি কিনলেন সেটা জানাতেন। ভালো উপদেশ, পরামর্শ আদান প্রদান করতেন।


আর এখন কে কত দামী জিনিষ কিনলাম, কত বড় দোকান থেকে কিনলাম তার বড়াই এ কান ঝালাপালা। আর অভাব অভিযোগ বালাইষাট। আমরা সবাই চরম সুখী  , বড়ই সচ্ছ্বল। 
কারন কারো একটু দৈন্যদশা হলে তাকে তো বয়কট পলিসি তে ফেলা দেয়া হয়। আর উপদেশ, পরামর্শ তো নৈব নৈব চ।


তাই বলছিলাম বন্ধুর ভালোবাসার ধরন গেছে বদলে, বন্ধুত্ব মানে শুধুই ভনিতা। বন্ধু মানে মুখোস পরা কিছু মানুষ, যারা সামনে আপনার গলা ধরে ছবি তুলছে তারাই আবার আপনার আড়ালে আপনার গলা কাটছে।

প্রতীকী ছবি (ইন্টারনেট থেকে)

পূরবী পারমিতা বোস

পূরবী পারমিতা বোস


Place your ads here!

Related Articles

নির্বাচনের প্রথম রাউন্ডঃ কৌশলের খেলায় খালেদা জিয়ার হার

ফজলুল বারী: রাজনৈতিক লেখায় আমি বারবার একটি কথা লিখি, তাহলো আওয়ামী লীগ-বিএনপি কোন রাজনৈতিক দলই রামকৃষ্ণ মিশন বা কোন সেবা

The Foreign Secretary's comments are ‘undiplomatic’

Newspaper reports suggest that at the present time there are no heads of foreign missions of Bangladesh in 12 countries,

হৃদয়ে বাংলাদেশ

রবীন্দ্রনাথের “দুই বিঘে জমি” কবিতায় উপেনের জমি জবরদখল করে নেয় রাজা । বহু বছর পর সেই জমিতে দাঁড়িয়ে তার নিজের

2 comments

Write a comment
  1. Badhan
    Badhan 1 July, 2018, 10:18

    Excellent likhechen didi, ekdom 100% truth, dindin soby fake hoye jacche…

    Reply this comment
    • Purabee
      Purabee 3 July, 2018, 00:37

      অনেক ধন্যবাদ।সত্যি আমাদের আশেপাশে থেকে নির্ভরতার জায়গা গুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে।বন্ধু বলে আর কিছু থাকছে না।

      Reply this comment

Write a Comment