ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭- ইংল্যান্ড
আজ থেকে ইংল্যান্ডে শুরু হলো।CC Champions Trophy টুর্নামেন্টের অষ্টম আসর। ইংল্যান্ডে দ্বিতীয়বারের মতো এই আসর বসলো। টুর্নামেন্টের প্রথম আসর ১৯৯৮ সালে প্রথম বসেছিল ঢাকায় যদিও সেই আসরে বাংলাদেশ ছিল দর্শক কারণ।CC র প্রথম আট দলকে নিয়ে খেলা হয়েছিল। নাম ছিল ।CC নক আউট টুর্নামেন্ট। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। তারপর অনেক রকম ফরমেট আর পরীক্ষা নিরীক্ষা চলে; কখনো ১২ দল, কখনো আট দল সহ আরো অনেক ফরমেট।।CC Test Championship খেলা হবে বলে এই টুর্নামেন্ট আর হবে না বলা হয়েছিল, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিল বলে আবার এই টুর্নামেন্ট শুরু হলো। টুর্নামেন্টের ছয় মাস আগের রেঙ্কিং এর প্রথম আটটা দলকে নিয়ে এই টুর্নামেন্ট হয়েছে গত দুই আসরে। এই পর্যন্ত অস্ট্রেলিয়া দুইবার, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ভারত এককভাবে একবার এবং শ্রীলংকার সাথে যুগ্ন চ্যাম্পিয়ন হয়।
যদিও গত চারটা আসরে বাংলাদেশ অংশ নিয়েছিল, কিন্তু গত দুই আসরে বাংলাদেশ ছিল না। কিছু বাজে পারফরম্যান্স সত্বেও গত বিশ্বকাপ থেকে বাংলাদেশের খেলায় একটা ধারাবাহিকতা এসেছে। বাংলাদেশকে কেউ ‘choker’ বলতে পারবে না। শক্ত গুরুপে (নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড) পড়া সত্বেও বাংলাদেশ সেমি ফাইনালে খেললে কেউ যেন অবাক না হয়।
Related Articles
Why Musharraf had to resign?
In a televised address on 18th August at 1 PM, President Musharraf told the nation that he would resign. After
মুক্তিযুদ্ধের সময় যেমন ঈদ হয়েছিল – ০১
সারাদেশে চলছে সশস্ত্র মুক্তিযুদ্ধ। সশস্ত্র যুদ্ধরত সমগ্র জাতি। এ অবস্থায় মুসলিম সমপ্রদায়ের সর্বোচ্চ উত্সব ঈদ-উল-ফিতর এসে উপস্থিত। ২০ নভেম্বর শনিবার
অবিন্যাস্ত
এক ভোর রাতে নিজের অস্তিত্বের ব্যবচ্ছেদ করতে করতে শেষ পর্যন্ত যেটায় উপনীত হলাম, তা হল, এই হিসেবি ঘেরাটোপের, আর হিপোক্রেসিতে