স্টুয়ার্ট ম্যাকগিল বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ নিয়োজিত
অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ম্যাকগিল তিন মাসের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ নিয়োজিত হয়েছে। লেগ স্পিনের রাজা শ্যান ওয়ার্নের জয় জয়কার যখন ঠিক তখনি স্টুয়ার্ট ম্যাকগিলের আবির্ভাব। দুই পা একসাথে জড়ো করে সামান্য দৌড়ে এসে উইকেট ঘেসে ডেলিভারি করার একশন ছিল খুব ম্যানলি। ব্যাটসম্যানকে বুঝে প্রতিটা বল করার চেষ্টা করতো। তারপরেও বেচারা শ্যান ওয়ার্নের জন্য স্টুয়ার্ট ম্যাকগিল তার পুরো প্রতিভা মেলে ধরতে পারে নাই। ২০৮ উইকেট পেয়েছে অল্প খেলেই। সিডনি মাঠ সামান্য স্পিন সহায়ক বলে শ্যান এবং স্টুয়ার্ট দুইজনেই ওখানে একই টেস্টে খেলেছে। প্রায় ক্ষেত্রেই সমান সমান অথবা শ্যান থেকে বেশি উইকেটই পেয়েও অস্ট্রেলিয়ার বাইরে খেলার তেমন সুযোগ হয় নাই। একবারতো এশেজ এ গিয়ে পুরো সফরটি দর্শক হিসেবেই কাটাতে হয়েছিল, তাই খুব মজা করে বলছিলো যে, “It was a paid holiday trip”. কিন্তু তার ভেতরে ছিল এক রাশ হতাশা। তারপর যা হয়, সৃজণশীলতা হারিয়ে যায়, দেখা গেলো যে তিন টেস্টের এক সিরিজে মাত্র দুইটা উইকেট পেয়েছে। নিজ থেকেই একদিন আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে বিদায় নিয়ে নিলো। লেগ স্পিনের আরেক জাদুকরের প্রদর্শনী থেকে আমরা বঞ্চিত হলাম। তার পর থেকে অস্ট্রেলিয়া একজন consistent leg spin performer খুঁজে বেড়াচ্ছে।
সুদর্শন স্টুয়ার্ট ম্যাকগিল বোলিংয়ে যেমন স্মার্ট, কাপড় পরিধান, চলনবলনেও তেমনি চোস্ত। আশা করি বাংলাদেশের বোলাররা স্টুয়ার্ট ম্যাকগিল থেকে শিখবে, ব্যাটসম্যানরাও আরো ভালো ভাবে লেগ স্পিন খেলতে শিখবে। বর্তমান সময়ে দলে একজন বিশেষজ্ঞ লেগ স্পিনারের খুব দরকার।
সব মানুষেরই যেমন একটু ডাউনসাইড থাকে, স্টুয়ার্ট ম্যাকগিলেরও আছে। একটু মেজাজি আছে। ইংরেজি বর্ণমালার ষষ্ঠ এবং ২৫তম বর্ণ দুইটা খুব বেশি ব্যবহার করে।
Related Articles
Tajuddin is a role model for all Bangladeshi patriots
Shimin Hussain Rimi, daughter of the Late Tajuddin Ahmed, first Prime minister of Bangladesh, came to Canberra last Sunday to
Siddiqur Rahman to compete for US$8 million ISPS HANDA World Cup of Golf at the Royal Melbourne Golf Club
Asia will be well represented at the US$8 million ISPS HANDA World Cup of Golf at the Royal Melbourne Golf
পদ্মার সমাধি
১. পদ্মার জলে ভাসছে, পঁচছে মানব সন্তানের লাশ! এখানে ওখানে লাশ। মানুষের লাশ। তা খুবলচ্ছে রাক্ষুসে জলজ প্রাণি ও মতস্যকুল।