বাস্তবতা

বাস্তবতা

আমাদের বাস্তব সময়টা যেমনই হোক না কেন, যতই কঠিন, অসহনিয়, অবর্ননীয় যেমনই হোক, সেটাকে মেনে নিয়ে, তার সাথে তাল রেখে চলার চেষ্টা করার নামই জীবন এর গতিকে সুন্দর ভাবে ধরে রাখা! আর এ চেষ্টাটাই জীবনপথের গতিকে সামনের দিকে পরিচালনা করার সঠিক উপায়, একইরকম ভাবে জীবনটা কাটানোর ভেতর কেমন যেন একটা “নাই, নাই” “ফাকা ফাকা” ভাব এসে যায়, কেমন যেন একটা বৈচিত্রহীন, তালহীন, সুরহীন লাগে সবকিছু! সেটা সুখের কিম্বা দুখের যেমনই সময় হোক না কেন, পরিবর্তনশীল মানুষের জীবন কেন হবে অপরিবর্তনশীল? তাই জীবন চলার পথে যে কোন আকষ্মিক অথবা হটাত আসা ঘটনাকে সহজ ভাবে গ্রহন করাটাই বুদ্ধিমানের কাজ! সেটা ভাল – মন্দ যাই হোক না কেন, ভাল হলে যেমন সাদরে স্বাগত জানাই আমরা, তেমনি খারাপ হলেও ভাবতে হবে এটা আমার জন্য দরকার ছিল যা আমাকে দেখাবে জীবনের আর এক রুপ! জানতে পারবো ছোট্ট এ জীবনটার কত্তগুলি দিক থাকতে পারে! অনেক অচেনা, অজানাকে মনে হবে তখন পরম চেনা, জানা আর অনেক চেনা,জানাকে অচেনা,অজানা! উপলব্ধি আর অনুভূতির ভিত্তিটা আরো অনেক মজবুত হবে, মমতাময়ি কোমল মনটাতে কঠোরতার স্পর্শ এসে সহ্যের সীমানাটাকে আরো অনেক বাড়িয়ে দেবে। জীবন তখন বুঝবে, এরই নাম বাস্তবতা।

দিনের পরে যেমন আসে রাত তারপর আবার দিন, তেমনি ভাবে সুখ-দুক্খও চক্রাকারে ঘুরছে ঘটনাবহুল আমাদের এ জীবনটার মাঝ দিয়ে। তাই আমাদের বুঝতে হবে জীবন তার আপন গতিতে চললেও তাকে বৈঠা ছাড়া নৌকার মত ছেড়ে দিলে চলবেনা, তাকে চালাতে হবে সঠিক পথের দিকে আর পথ নির্ধারন করব কিভাবে? সে জন্যইতো আছেন আমাদের অভিভাবক আর মুরুব্বিরা যারা আমাদের পথ নির্দেশক, যারা শেখাবেন জীবন-পথ পরিচালনার সঠিক উপায় আর দেখিয়ে দেবেন সঠিক গন্তব্য !! আর এসব কিছুর পাশাপাশি আছে আমাদেরকে চেষ্টা, প্রার্থনা এবং জীবন থেকে নেয়া অভিগ্গতা। যা কিনা সত্য ও সুন্দর বাস্তব বানাতে ভীষন ভাবে সাহায্য করে !! মনে রাখতে হবে, একটা সু্ন্দর আর সার্থক ভবিষ্যত নির্ভর করে চমতকার বর্তমানের ওপর আর তাই যেভাবেই হোক বর্তমান সময়টাকেই সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে সেই পরিস্থিতি মত চলতে হবে!! Life goes on…whether you choose to move on & take chance in the unknown cause life is not a problem to be solved but a reality to be experienced!!


PC–Mustafiz Rahman

Dr Naila Aziz Meeta

Dr Naila Aziz Meeta

Home town is Bangladesh, live in Australia. Love to write, read, travel, and listening to music.


Place your ads here!

Related Articles

Bangladesh-US Dialogue

Ms. Wendy R. Sherman, Under-Secretary for Political Affairs, accompanied by more than ten officials, held a comprehensive partnership dialogue with

আলোকের এই ঝর্ণাধারায়

আলোকের এই ঝর্ণাধারায় সিডনিতে সারা বছর জুড়েই কোন না কোন অনুষ্ঠান লেগেই থাকে। আর তার সাথেই তাল মিলিয়ে চলে আলোর

ব্রিসবেনের আবহাওয়া নিয়ে বাংলাদেশের আগ্রহ!

শুক্রবার বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের জানার আগ্রহের তালিকার পয়লা নম্বরে ছিল ব্রিসবেনের আবহাওয়া রিপোর্ট! সারাদিনই নানাজন ফোনে, ক্ষুদে বার্তায় অথবা ফেসবুকের ম্যাসেজবক্সের

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment