ফটোগ্রাফি – রুপ থাকলে ভরে দেব, না থাকলে গড়ে দেব
একবার সিলেটে বেড়ানোর সময় একটা দোকানের সামনে গিয়ে হটাত চোখ আটকে গেল, গাড়ি থামাতে বাধ্য হোলাম, সামনে এগিয়ে দোকানের লেখাগুলি পড়ে অবাক হয়ে গেলাম দোকান মালিকের অনুভূতি/ মানসিকতার এত চমতকার অভিব্যক্তি দেখে!! দোকানের ওপরে লেখা আছে, “রুপ থাকলে ভরে দেব, না থাকলে গড়ে দেব!” কি অদ্ভুত সুন্দর কথাগুলি! বলার অপেক্খা রাখেনা, বোঝাই যাচ্ছে কিসের দোকান! প্রবল আগ্রহ নিয়ে দোকানে ঢুকলাম, চারদিকের দেয়াল গুলি কি দারুন সব ছবি দিয়ে ভরা! ভাবলাম একবার জিগেস করি দোকানের মালিকটাকে ( ২৫/২৬ বছরের লোকটা) ছবিগুলিকি আসলেও তার তোলা কিনা, পরে ভাবলাম উচিত হবেনা…মাইন্ড করতে পারে…জানতে চাইলাম কতদিন যাবত সে ছবি তোলে, বল্ল, ছোটবেলা থেকেই সখ যার শুরু ঘর থেকে… টিফিনের পয়সা বাচিয়ে অনেক কষ্টে ক্যামেরাটা কেনা…তার স্বপ্ন পূরনে তার বাবা এই ঘরটা করে দিয়েছেন স্টুডিও হিসেবে… মনে তার অনেক আশা অনেক বড় ফটোগ্রাফার হবে, পুরা বাংলাদেশের বিভিন্ন যায়গার ছবি তুলবে, পেপারে ওর নাম/ ছবি ওঠবে…..
আজ অনেক বছর পরেও মাঝে মাঝে কোন সুন্দর ছবি দেখলেই কেন যেন ঐ লোকটার কথা মনে হয়, কে জানে এখনো সেই দোকানটা আছে কিনা আর তার স্বপ্ন পূরণ হোল কিনা! কিছু অপূর্ব ফটোগ্রাফি সত্যিই আমাকে অবাক করে! কিভাবে এমন সুন্দর করে ছবি তোলে এরা? জিগে্গস করলে অনেকে আবার ভদ্রতা করে উত্তর দেয়, ” ক্যামেরাটা ভাল” অথবা “যায়গাটা/ মডেলটা” সুন্দর….নাহ্, আমি পুরোপুরি বিশ্বাস করতে পারিনা…নিশ্চয়ই এর ভেতর ক্যামেরাম্যান এর কোন কারসাজি আছে! কি সেটা? ” ক্লিক” তো সবাই করে, কিন্তু এই “ক্লিক” এর মাঝে এত তারতম্য কেন? কিছু চমতকার ছবি আমাকে ভীষন ভাবে মুগ্ধ করে….সেসব ছবি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে শুধু ভাবি,” তুমি কি কেবলই ছবি……”
Photo Credit : Fahmid Khondaker
Dr Naila Aziz Meeta
Home town is Bangladesh, live in Australia. Love to write, read, travel, and listening to music.
Related Articles
আমাদের দেশটা
যদিও জানি আমাদের দেশটাতে হাজারও রকম অসুবিধা আছে কিন্তু যেমনই হোক না কেন তবুও তার সৌন্দর্য্য অপরিসীম! হোক না সমস্যায়
যে রোগে শিশু পড়তে চায় না ডিসলেক্সিয়া বা অক্ষর অন্ধত্ব
যারা হিন্দি সিনেমার খবর রাখেন তারা হয়তো রিসেন্টলি রিলিজ হওয়া আমির খানের মুভিটি দেখেছেন। হ্যা, আমি তারে জামিন পার মুভিটির
State Finalist Senior Australian of the Year 2015 – Fred Hyde AM
While most people slow down when they retire, 94 year old Fred Hyde has devoted the last three decades and
True, not everyone can contain asesthetic beauty – some creative people do.