আরাকান রাজ্ সভায় বাংলা সাহিত্য

আরাকান রাজ্ সভায় বাংলা সাহিত্য

আমাদের সময়ে এসএসসির বাংলা সিলেবাসে ‘আরাকান রাজসভায় বাংলা সাহিত্য’ – প্রবন্ধ ছিল। লেখক ছিলেন সম্ভবত এস ওয়াজেদ আলী, অথবা ওয়াজেদ আলী মিয়া, ঠিক মনে নাই। তখন নম্বর পাবার জন্য পড়েছি, আরাকান কোথায় বা কি- ঐসব খুঁজে দেখার দরকার মনে করি নাই। মহা কবি আলাওল ও তার পদ্মাবতী, দৌলত কাজী, সাইফুল মূলক বদিউজ্জালামাল, ইত্যাদি কিছু মনে আছে। মনে থাকার আর যত সামান্য কারণ ছিল BCS পরীক্ষার প্রস্তুতি- কামরুল হাসানের BCS প্রিলিমিনারি গাইড। এইটুকু বুঝতে পারি যে বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য প্রসার ঘটে ওই সময়ে আরাকান রাজ্ সভার আনুকূল্যে।

আমরা অনেকেই জানি না যে কবি আলাওলের জন্ম ফরিদপুর জেলায়। পর্তুগিজ জলদস্যুরা বালক আলাওলকে অপহরণ করে নিয়ে যায় এবং এক সময়ে আলাওলকে আকিয়াব বন্দরে ফেলে চলে যায়। রাজ্ সভায় দারোয়ানের চাকুরী পায়। বুদ্ধিমান আলাওল দেখে যে রাজ্ সভায় সাহিত্যিক বা কবি হলে কদর পাওয়া যায়। আলাওল রাজাকে উদ্দেশ্য করে ছত্র লেখা শুরু করলে রাজ্ সভার নজরে পড়ে এবং ধীরে ধীরে কবিকূলের শিরোমনিতে পরিণত হন।

অন্যান্য সাহিত্যিক বা কবিগণ কি আরাকানেই জন্মেছিলেন?

Savanna style simple map of Arakan (Rakhine).


Place your ads here!

Related Articles

Eid Zekhane Zemon

ঈদ যেখানে যেমন – ওয়াসিম খান পলাশ প্যারিস থেকে ঈদ মুসলিম ধর্মালম্বীদের জন্য একটি বিশেষ আনন্দের দিন। ছোট,বড় সবার কাছেই

Trial of Alleged War Criminals and Abettors

The term “war criminal” is a generic term. It refers to a person who allegedly committed any of the three

Saraswati Puja: Pujar Anondo

পুজার আনন্দঃ প্রেক্ষিত সরস্বতি পুজা ডঃ অজয় কর, কেনবেরা ভাল মন্দ বোঝার বয়স হয়নি তখনো। সরস্বতি পুজার দিন পুস্পাঞ্জালী দেওয়ার

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment