আরাকান রাজ্ সভায় বাংলা সাহিত্য

আমাদের সময়ে এসএসসির বাংলা সিলেবাসে ‘আরাকান রাজসভায় বাংলা সাহিত্য’ – প্রবন্ধ ছিল। লেখক ছিলেন সম্ভবত এস ওয়াজেদ আলী, অথবা ওয়াজেদ আলী মিয়া, ঠিক মনে নাই। তখন নম্বর পাবার জন্য পড়েছি, আরাকান কোথায় বা কি- ঐসব খুঁজে দেখার দরকার মনে করি নাই। মহা কবি আলাওল ও তার পদ্মাবতী, দৌলত কাজী, সাইফুল মূলক বদিউজ্জালামাল, ইত্যাদি কিছু মনে আছে। মনে থাকার আর যত সামান্য কারণ ছিল BCS পরীক্ষার প্রস্তুতি- কামরুল হাসানের BCS প্রিলিমিনারি গাইড। এইটুকু বুঝতে পারি যে বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য প্রসার ঘটে ওই সময়ে আরাকান রাজ্ সভার আনুকূল্যে।
আমরা অনেকেই জানি না যে কবি আলাওলের জন্ম ফরিদপুর জেলায়। পর্তুগিজ জলদস্যুরা বালক আলাওলকে অপহরণ করে নিয়ে যায় এবং এক সময়ে আলাওলকে আকিয়াব বন্দরে ফেলে চলে যায়। রাজ্ সভায় দারোয়ানের চাকুরী পায়। বুদ্ধিমান আলাওল দেখে যে রাজ্ সভায় সাহিত্যিক বা কবি হলে কদর পাওয়া যায়। আলাওল রাজাকে উদ্দেশ্য করে ছত্র লেখা শুরু করলে রাজ্ সভার নজরে পড়ে এবং ধীরে ধীরে কবিকূলের শিরোমনিতে পরিণত হন।
অন্যান্য সাহিত্যিক বা কবিগণ কি আরাকানেই জন্মেছিলেন?
Related Articles
সশস্ত্র বাহিনী দিবস
অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড ২৫ এপ্রিল ANZAC Day বা সশস্ত্র বাহিনী দিবস পালন করে। সেদিন সরকারি ছুটির দিন; সরকারি উদ্যোগে
স্বপ্ননগর বিদ্যানিকেতন: স্বপ্ন যেখানে বাস্তব
স্বপ্ননগর বিদ্যানিকেতন কিছু তরুণের একটি অভাবনীয় স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান সব দিক দিয়েই বাংলাদেশের আর দশটা শিক্ষা প্রতিষ্ঠান
Three Professors Win 2022 IsDB Prize for Impactful Achievement in Islamic Economics
Three renowned professors have been selected as winners of the 1443H (2022) Islamic Development Bank (IsDB) Prize for Impactful Achievement