আরাকান রাজ্ সভায় বাংলা সাহিত্য
আমাদের সময়ে এসএসসির বাংলা সিলেবাসে ‘আরাকান রাজসভায় বাংলা সাহিত্য’ – প্রবন্ধ ছিল। লেখক ছিলেন সম্ভবত এস ওয়াজেদ আলী, অথবা ওয়াজেদ আলী মিয়া, ঠিক মনে নাই। তখন নম্বর পাবার জন্য পড়েছি, আরাকান কোথায় বা কি- ঐসব খুঁজে দেখার দরকার মনে করি নাই। মহা কবি আলাওল ও তার পদ্মাবতী, দৌলত কাজী, সাইফুল মূলক বদিউজ্জালামাল, ইত্যাদি কিছু মনে আছে। মনে থাকার আর যত সামান্য কারণ ছিল BCS পরীক্ষার প্রস্তুতি- কামরুল হাসানের BCS প্রিলিমিনারি গাইড। এইটুকু বুঝতে পারি যে বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য প্রসার ঘটে ওই সময়ে আরাকান রাজ্ সভার আনুকূল্যে।
আমরা অনেকেই জানি না যে কবি আলাওলের জন্ম ফরিদপুর জেলায়। পর্তুগিজ জলদস্যুরা বালক আলাওলকে অপহরণ করে নিয়ে যায় এবং এক সময়ে আলাওলকে আকিয়াব বন্দরে ফেলে চলে যায়। রাজ্ সভায় দারোয়ানের চাকুরী পায়। বুদ্ধিমান আলাওল দেখে যে রাজ্ সভায় সাহিত্যিক বা কবি হলে কদর পাওয়া যায়। আলাওল রাজাকে উদ্দেশ্য করে ছত্র লেখা শুরু করলে রাজ্ সভার নজরে পড়ে এবং ধীরে ধীরে কবিকূলের শিরোমনিতে পরিণত হন।
অন্যান্য সাহিত্যিক বা কবিগণ কি আরাকানেই জন্মেছিলেন?
Related Articles
40th Anniversary of Bangladesh membership to the UN
Bangladesh celebrated the 40th anniversary of its formal entry to the United Nations this year as its 136th member. And
মাঠে না নামলে মানুষ জবাই থামবে না
বাংলাদেশে এক সময় চরমপন্থী দলগুলো তাদের শ্রেণী শত্রুদের জবাই করে হত্যা করতো। এখন একইভাবে মানুষজনকে জবাই করে হত্যা করছে একদল
প্রবাসে বসন্ত!
এখানে বসন্ত শুরু হয় September, October. একটানা কনকনে শীতের হিমেল হাওয়ার পর আকষ্মিক বসন্তের আগমন যেন সবাইকে এক পরম স্বস্তির