Sheikh Mujibur Rahman ‘The Poet of Politics’

Sheikh Mujibur Rahman ‘The Poet of Politics’

৩ বছর আগে প্রামাণ্যচিত্র নির্মানের কাজে ইস্ট লন্ডনের একটি স্কুলের ক্লাসে উপস্থিত থাকার সূযোগ হয়েছিল আমার। রেকডিং এর এক পর্যায়ে শিক্ষক ছাত্রদের কাছে জানতে চেয়েছিলেন বিশ্ব সেরা কিছু সংগ্রামী নেতার নাম। ছাত্ররা একে একে নাম বলতে থাকলো, আব্রাহাম লিংকন, মার্টিন লুথার কিং, চে গুয়েভা, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী…। তালিকায় একটি নাম না শুনে খুব কস্ট লাগলো। এই নাম ছাড়াতো তালিকাটাই অসম্পূর্ণ।ঐ স্কুলের অর্ধেক স্টুডেন্টই বৃটিশ-বাংলাদেশী। ওরা কি জানে তাদের এই ‘বাংলাদেশী’ হবার পেছনে কত আত্মদান রয়েছে এক সংগ্রামী মহানায়কের? নিজেকে প্রশ্ন করেছিলাম, আমরা কি জানাতে পেরেছি ওদের? ব্যর্থতাটা কার? একজন বিশ্বমানের নেতা হবার সকল গুনাবলী থাকার পরও, আমরাই পারিনি গত ৪০ বছরে বঙ্গবন্ধুকে আন্তর্জাতিক নেতাদের কাতারে দাঁড় করাতে। গুগুল সার্চ দিলেই বুঝা যায় মহাত্মা গান্ধীকে নিয়ে আজ যতটা কথা হচ্ছে বৃটিশ মিডিয়াতে, তা কিন্তু ছিলনা গত দুই দশক আগেও। আমাদের নেতা নিয়ে মূল ধারায় কথা বলতে না পারলে বিশ্ব জানবে কি করে আমাদের গৌরবগাঁথা ? এই ইচ্ছা থেকেই আমাদের দুঃসাহসী পরিকল্পনা‘‘বিজয়ের মহানায়ক’’, অতঃপর নতুন প্রজন্মের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে ৫৩ মিনিটের প্রামাণ্যচিত্রটির ইংরেজী সাবটাইটেল।

বিশ্বের মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের একটি এলএসই স্টুডেন্ট ইউনিয়ন (LSESU) বিশ্বের বিভিন্ন জাতীগোষ্ঠি নিয়ে বিএমই সিরিজ অনুষ্ঠানের পরিকল্পনা নিলে সিরিজের উদ্ভোধনী নাইটে সিলেক্ট হয় ‘শেখ মুজিবুর রহমান-দ্যা পয়েট অফ পলিটিক্স’ শীর্ষক প্রোগ্রাম। এই প্রোগ্রামের জন্যে যখন LSESU ‘বিজয়ের মহানায়ক’কে সিলেক্ট করে তখন আমাদের স্বপ্ন স্বার্থক হচ্ছে বলে মনে হলো। ‘শেখ মুজিবুর রহমান-দ্যা পোয়েট অব পলেটিক্সে’র প্রথম পর্বে বঙ্গবন্ধু নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র‘‘বিজয়ের মহানায়ক’’ এর ইংলিংশ সাবটাইটেল ভার্সন ‘‘ভিক্টোরিজ গ্রেট হিরো’’ যখন প্রদর্শিত হচ্ছিলো তখন পুরো হংকং থিয়েটারে ছিলো নিস্তব্ধতা। বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের নানান ভাষাভাসী ছাত্ররা যখন প্রামাণ্যচিত্রটি দেখছিল এবং পরবর্তীতে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করছিল তখন অনেক দেশপ্রেমিকেরই চোখের কোন ভিজে যায়। আমি নিশ্চিত আমাদের পরবর্তী প্রজন্মের হাত ধরেই বঙ্গবন্ধু পোঁছে যাবেন তাঁর আসনে, যেখানে তাঁর থাকার কথা ছিল আরো আগেই। থ্যাঙ্কস LSE Students’ Union

অনেক ধন্যবাদ, Syed Anas Pasha & Salima Sharmin-Hossain যারা এ গৌরবের অংশীদার।

ধন্যবাদ, Mahatir Pasha & Shasoty Sharmin Hossain নবীন এই দুই বঙ্গবন্ধুপ্রেমীদের সহযোগিতার জন্য।

B-Me LAUNCH NIGHT: Sheikh Mujibur Rahman, ‘The Poet of Politics’ – Screening and Panel Discussion


Place your ads here!

Related Articles

ভিভিড সিডনি

প্রতি বছরের মত এবারও মে-জুন মাসে সিডনির বিখ্যাত স্থাপনাগুলো সেজে ওঠে রং-বেরঙের আলোকসজ্জায়। সন্ধ্যা নামতেই ব্যস্ত শহর হয়ে ওঠে উৎসবের

UN General Assembly and Bangladesh

The sixty-fifth ordinary session opened on Tuesday, 14 September 2010, at 3 p.m. in New York The theme of the

হাউস ওয়াইফ

করিম আলী’র ডুব সাঁতার: হাউস ওয়াইফ [করিম আলী’র ডুব সাঁতার – আমার নামে লেখা হলেও, কথা গুলো আমার নয়। করিমের

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment