SAU Alumni স্কলারশিপ…

SAU Alumni স্কলারশিপ…

অস্ট্রেলিয়াতে বসবাসকারী  ঢাকার শেরে-বাংলা-নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন  ছাত্র-ছাত্রী’রা(SAU Alumni) এবছর থেকে শেরে-বাংলা-নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের গরীব ও মেধাবী কৃষি শিক্ষারতিদের স্কলারশিপ দেবার এক সিন্ধান্ত নিয়েছে।

কেনবেরায় লেক বারলিন গ্রিফিন –এলাকায় SAU Alumni-এর ২০১৬ গেট্টুগেদারে উপস্থিত সকল কৃষিবিদ পরিবার এই সিন্ধান্ত-কে অভিনন্দন জানান এবং উপস্থিত ভাবেই ‘SAU Alumni স্কলারশিপ’-এর জন্যে ২২শত অস্ট্রেলিয়ান ডলার- এর তহবিল গঠন করতে সক্ষম হন।

গত তিন বছর যাবত SAU Alumni প্রতি বছর SAU গেট্টুগেদারে করে আসছে- এবছর গেট্টুগেদারের আয়োজন করা হয়েছিল কেনবেরাতে।  এই গেট্টুগেদারে কেনবেরাস্থ কৃষিবিদ পরিবার ছাড়াও উপস্থিত ছিল সিডনী ও নারাব্রি (নিঊ, শাউথ ওয়েলস)-এর SAU Alumni পরিবার।

গেট্টুগেদারে রকমারি খাবারের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, স্মৃতিচারন ও গান বাজনার ব্যবস্থ্যা ছিল।ছোট্ট ছেলে মেয়েদের জন্যে ছিল ‘ বল ইন দি পট’, মহিলাদের জন্যে ছিল হাড়ি ভাঙ্গা, আরা আলাদা আলাদা ভাবে পুরুষ ও মহিলাদের জন্যে ছিল ‘পিলো থ্র’ খেলা।

বন্ধু দের নিয়ে হাসি-ঠাট্টা আর গল্প গুজব করে দিন টি ভালো কেটেছিল।  কিছুক্ষনের জন্যে  হলেও  প্রায় ৩০ বছর আগের সেই কলেজ জীবন স্মৃতিচারন করার সুজোগ পেয়েছিলাম। পেয়েছিলাম কিছুক্ষনের জন্যে হলেও আমার জন্মস্থানের স্মৃতিচারন করার সুজোগ।

বাংলাদেশ গরীব এক টা দেশ হয়েও টিঊশন ফি ছাড়া আমাকে শিক্ষিত করেছিল বলেই আজ আমি অস্ট্রেলিয়াতে প্রতিষ্ঠত– যে দেশ আমাকে আমার  জীবনে প্রতিষ্ঠা দিয়েছে সেই দেশের জন্যে ‘SAU Alumni স্কলারশিপ’- প্রোগ্রাম। আমি সেই স্কলারশিপ প্রোগ্রামের উদ্দোগতাদের একজন হতে পেরেছি ভেবে ভালো লাগছে।


Place your ads here!

Related Articles

বহে যায় দিন – Every person is born with talent

> বহে-যায়-দিন সকল প্রকাশিত পর্ব > ছয় ।। Every person is born with talent এ কথা সত্যি যে প্রত্যেক মানুষের ভেতর

Bikrampur International Airport

প্রসঙ্গ পদ্মাসেতুঃ জাতিয় উন্নায়নের বাধার রাজনীতি কখনো কল্লান কর নয় । বিক্রমপুরের বুঁক চিরে দক্ষিন পষিচমাঞ্চলের উন্নায়নের দ্বার খুলে দেবে

বহে যায় দিন – একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয়

> বহে-যায়-দিন সকল প্রকাশিত পর্ব > ।। চার ।। একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয় ১৯৯১ সালের জুলাই মাসে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment