SAU Alumni স্কলারশিপ…

SAU Alumni স্কলারশিপ…

অস্ট্রেলিয়াতে বসবাসকারী  ঢাকার শেরে-বাংলা-নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন  ছাত্র-ছাত্রী’রা(SAU Alumni) এবছর থেকে শেরে-বাংলা-নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের গরীব ও মেধাবী কৃষি শিক্ষারতিদের স্কলারশিপ দেবার এক সিন্ধান্ত নিয়েছে।

কেনবেরায় লেক বারলিন গ্রিফিন –এলাকায় SAU Alumni-এর ২০১৬ গেট্টুগেদারে উপস্থিত সকল কৃষিবিদ পরিবার এই সিন্ধান্ত-কে অভিনন্দন জানান এবং উপস্থিত ভাবেই ‘SAU Alumni স্কলারশিপ’-এর জন্যে ২২শত অস্ট্রেলিয়ান ডলার- এর তহবিল গঠন করতে সক্ষম হন।

গত তিন বছর যাবত SAU Alumni প্রতি বছর SAU গেট্টুগেদারে করে আসছে- এবছর গেট্টুগেদারের আয়োজন করা হয়েছিল কেনবেরাতে।  এই গেট্টুগেদারে কেনবেরাস্থ কৃষিবিদ পরিবার ছাড়াও উপস্থিত ছিল সিডনী ও নারাব্রি (নিঊ, শাউথ ওয়েলস)-এর SAU Alumni পরিবার।

গেট্টুগেদারে রকমারি খাবারের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, স্মৃতিচারন ও গান বাজনার ব্যবস্থ্যা ছিল।ছোট্ট ছেলে মেয়েদের জন্যে ছিল ‘ বল ইন দি পট’, মহিলাদের জন্যে ছিল হাড়ি ভাঙ্গা, আরা আলাদা আলাদা ভাবে পুরুষ ও মহিলাদের জন্যে ছিল ‘পিলো থ্র’ খেলা।

বন্ধু দের নিয়ে হাসি-ঠাট্টা আর গল্প গুজব করে দিন টি ভালো কেটেছিল।  কিছুক্ষনের জন্যে  হলেও  প্রায় ৩০ বছর আগের সেই কলেজ জীবন স্মৃতিচারন করার সুজোগ পেয়েছিলাম। পেয়েছিলাম কিছুক্ষনের জন্যে হলেও আমার জন্মস্থানের স্মৃতিচারন করার সুজোগ।

বাংলাদেশ গরীব এক টা দেশ হয়েও টিঊশন ফি ছাড়া আমাকে শিক্ষিত করেছিল বলেই আজ আমি অস্ট্রেলিয়াতে প্রতিষ্ঠত– যে দেশ আমাকে আমার  জীবনে প্রতিষ্ঠা দিয়েছে সেই দেশের জন্যে ‘SAU Alumni স্কলারশিপ’- প্রোগ্রাম। আমি সেই স্কলারশিপ প্রোগ্রামের উদ্দোগতাদের একজন হতে পেরেছি ভেবে ভালো লাগছে।


Place your ads here!

Related Articles

বৈচিত্রতার সৌন্দর্য: পাহাড়িদের জন্য ভাবনা

১৯৪৭ সালে যখন দ্বিতীয়বারের মতন বাংলা যখন ভাগ হল তখন অনেকেই আজকের বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে যায়। বিশেষ করে শিক্ষিত,

মানিকের যুদ্ধ – ২

মানিকের যুদ্ধ – ১ মানিকের যুদ্ধ – ২ শুনেছি, পাক হানাদার বাহিনী, রাজাকার’রা লবণ সরবরাহে বাধা দিয়ে বেশ দু:স্প্রাপ্য করে

Free transit to India and the ‘civilised’ economic affairs adviser to the prime minister

Freedom of transit through the territory of one country to another country is a standard trade practice under the World

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment