বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে এডিলেডে মানববন্ধন
বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের প্রতিবাদে, এডেলেড সাউথ অস্ট্রেলিয়ায় প্রতিবাদ র্যালি এবং মানববন্ধন করেছে ‘বাংলাদেশ পূজা ও কালচারাল সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়া-বিপিসিএসএসএ।
সাউথ অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সামনে এবং ভিক্টোরিয়া স্কোয়ারে এই র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে বক্তব্য রাখেন বিপিসিএসএসএ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রণজিৎ কুমার দাস এবং বর্তমান প্রেসিডেন্ট ড. তৃপ্তি কণা দে। এছাড়াও কথা বলেন প্রণব বিশ্বাস এবং তাপস রায় চৌধুরি।
প্রতিবাদ সভায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে এর পিছনে কিছু লোকের স্বার্থ হাসিল করতে দেশে শান্তি-সম্প্রীতি যারা প্রতিনিয়ত নষ্ট করছে তাদের প্রতি তীব্র নিন্দা জানানো হয়। যে কোনো মূল্যে বাংলাদেশ সরকারের কাছে সাম্প্রদায়িক এই হামলা বন্ধের আবেদন জানানো হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ সচেতনভাবে এসব হামলাকারীদের ঘৃণা করবে। মুক্তিযুদ্ধের চেতনায় লালিত যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, তা যেন কেবল স্বপ্নই থেকে না যায় সেই লক্ষ্যে বাংলাদেশ কাজ করুক, মানুষ জেগে উঠুক।
‘সুখী-সুন্দর বাংলাদেশের জন্যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কোনো বিকল্প নেই, এই বিশ্বাস ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রতিটি ঘরে।’
Related Articles
Purchase of weapons from Russia: A shift in foreign and defence policy?
Prime Minister Sheikh Hasina’s visit from 14 to 16th January to Russia is important because her government wants to restore
অনেকের ভীড়ে একজন
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিক্সায় যেতে যেতে হঠাৎ পাশে থাকা বন্ধু চিৎকার করে উঠলো, হুয়াক্কা হুয়া! সব দাঁত বের করে, দাঁড়িয়ে উঠে,
উপজেলা একটা মিথ্যা নোশান
স্থানীয় ইউনিটগুলির মধ্যে উপজেলা হচ্ছে মধ্যবর্তী ইউনিট। এর উপরে রয়েছে স্থানীয় ইউনিট যেমন জেলা ও বিভাগ, এর মধ্যে রয়েছে স্থানীয়