তোমার জন্য মুগ্ধ!
একটা গানের এলবাম হাতে এসেছে, গত সপ্তাহে। শুনবো শুনবো করে, আজই প্রথম শুনার সময় পেলাম। প্রকৃত পক্ষে গান শোনার জন্যে সময়ের কোন অভাব নাই আমার কাছে কিন্তু নতুন গানের প্রতি একটু সাবধান থাকি। দু একটা না, আটটা গানের এলবাম। মনকে শক্ত করে শোনা শুরু করলাম।
অনেক দিন পর শুনলাম সুন্দর কিছু, মনের মত কিছু বাংলা গান, এমনই মনে হলো। অনেক দিন পর একটি এলবামের সব (৮টি) গানই শুনলাম, মনযোগ দিয়ে শুনতে হলো, মানে বাধ্য হলাম গানের কাব্যিকতায়। কোন গান বাদ দিয়ে পরের গানে যেতে হয়নি! কয়েকটা গান তো আরেক বার শোনার জন্যে মন আনচান করছে। অদ্ভুত সুন্দর গানের কথা, সুর, সংগীত আর কন্ঠ! এক কথায় অপুর্ব।
যারা সুললিত, সুমধুর, সুরেলা এবং কিছুটা কাব্যিক গান শুনতে ভালবাসেন তাঁদের জন্যে প্রিয় আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের মিউজিক অ্যালবাম “তোমার জন্য”। গান ভালবাসলে – হতাশ হবেন না, এ কথাটি দৃড় ভাবে বলতে পারি। হাইলি রিকমেন্ডেড।
আমার নিজস্ব মতে, এ বছরের প্রকাশিত গানের এলবামের মধ্যে সেরা যে কয়টি প্রকাশনা আছে, এ এলবামটি তাদের একটি। এতে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। আশা করছি আপনারাও আমার সাথে একমত হবেন।
আমার গান/সঙ্গীত রেটিং: তোমার জন্য – এলবাম – ★★★★ (/পাঁচ তারা)
১. আমার মন পড়ে রয়, মন পড়ে রয়; বাংলাদেশের শিশির ভেজা ঘাসে! ★★★★⋆
২. বেহায়া মনটা আমার দ্বারে দ্বারে যায়! ★★★★
৩. আমি সুখের জন্যে বুকের ভিতর বেধেছিলাম ঘর! ★★★⋆
৪. মিথ্যে অভিমানে পর করে দিয়ে, নিজেকে আড়াল করে নিয়েছ! ★★★★
৫. আমার অনেক দিনের আশা (সামান্য আশাহত করেছে; এর নির্দিষ্ট কোন কারন নেই); ★★⋆
৬. যেতেই হবে এই যদি শেষ কথা বললে! ★★★⋆
৭. এক বরষার জল যদি দুটি চোখেতে ধরত! ★★★⋆
৮. তোমার জন্য সোনালী প্রহর, শ্রাবনের মেঘ ঢাকা! ★★★★
মুগ্ধ!
Related article & full music album link at https://priyoaustralia.com.au
Related Articles
অসমাপ্ত বঙ্গবন্ধু প্রেম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টায়, তাঁর উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে। কুখ্যাত রাজাকারদের ফাঁসি কার্যকর হয়েছে। দেশ কলঙ্কমুক্ত হয়েছে। কিন্তু
Former President General Pervez Musharraf faces criminal prosecution
It is marvellous what a difference a couple of years makes in politics. General Musharraf was an undisputed leader of
Article on 2011, 16 December in Bangla
২০১১ এর ১৬ই ডিসেম্বরঃ আসুক “মিবকি”, আনুক বাংলাদেশের নবজন্ম আর অল্প কিছুদিন পরেই আসছে ২০১১ সালের ১৬ই ডিসেম্বর । ১৬ই