সিডনীর এক সন্ধ্যায় কবি কবিতা এবং মাহিদুল ইসলাম


সিডনীর এক সন্ধ্যায় কবি কবিতা এবং মাহিদুল ইসলাম


ফাহাদ আজমারঃ মাহিদুল ইসলাম মাহি, বাংলাদেশের প্রথমসারির সম্পূর্ন পেশাদার আবৃত্তিশিল্পী হিসেবেই তিনি সর্বমহলে পরিচিত। আবৃত্তিযোদ্ধা মাহিদুল ইসলাম এসেছেন সিডনিতে, এই প্রথম বাংলাদেশের কোন পেশাদার আবৃত্তিকার শুধুমাত্র আবৃত্তি করার জন্য দেশের বাইরে কোন পেশাদার অনুষ্ঠানে এসেছেন। ব্যাপারটা কবিতা, আবৃত্তি শিল্প এবং আরো অনেক দিক থেকেই গুরুত্তপূর্ন একটা মাইলফলক।

সেই নব্বইয়ের গণআন্দোলনের সময় থেকে আমাদের আবৃত্তি অঙ্গনের অন্যতম সাহসী অভিযাত্রী মাহিদুল ইসলাম মাহি। একটি স্বতন্ত্র পেশাদার শিল্পমাধ্যম রূপে আবৃত্তির প্রতিষ্ঠায় তিনি নিরলস, নিঃশঙ্ক। তাঁর রয়েছে প্রমিত বাংলা উচ্চারণ বিষয়ক গবেষণা গ্রন্থ, আবৃত্তি উপযোগী কবিতা সংকলন, অর্ধশতাধিক এ্যালবাম; নির্দেশনা দিয়েছেন দর্শকনন্দিত বেশ কয়েকটি শ্রুতি প্রযোজনার। তাঁর প্রকাশনা প্রতিষ্ঠান ‘আবৃত্তিমেলা’ প্রণোদনা দিয়ে চলেছে দেশের নবীন আবৃত্তিকর্মীদের।

প্রশান্তপাড়ের চারটি সংগঠনের যূথবদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবে মাহি আসছেন ‘কবিতা বিকেল, সিডনির’ মঞ্চে। কবি, কবিতা, পাঠ, আবৃত্তি আর আলাপচারিতায় কেটে যাবে একটি প্রাণবন্ত সন্ধ্যা।

‘কবিতা বিকেল’ অস্ট্রেলিয়ার আয়োজনে মাহিদুল ইসলাম আবৃত্তি করবেন ২২শে আগস্ট শনিবার সন্ধ্যা ৬টায় ব্যাংকসটাউনের ইউনাইটিং চার্চ অডিটোরিয়ামে।
এই উপলক্ষে ‘কবিতা বিকেল’ সিডনিবাসী সমস্ত আবৃত্তি এবং শিল্প অনুরাগী দর্শক শ্রোতাদের উষ্ণ আমন্ত্রণ জানিয়েছে।


Place your ads here!

Related Articles

First ever 24/7 bangla Music Radio based at Sydney

সিডনীর আকাশে বাতাসে এখন বিরতিহীন বাংলা গান শোনা যায়। কি চমকে গেলেন? প্রশান্ত পাড়ের এই দূর পরাভূমে বাংলা গান, তাও

তিনি শুধু প্রধান বিচারপতি নন

সিরাজী এম আর মোস্তাক: মাননীয় প্রধান বিচারপতি জনাব এস কে সিনহা একটি উজ্জল নক্ষত্র। বিচারবিভাগে তাঁর ভূমিকা চির ভাস্বর। তাঁর

Traffic jam in Dhaka

ঢাকা শহরের যানজট প্রসঙ্গে ভূমিকাঃ গনতান্ত্রিক দেশে জনগনের সার্বিক কল্যান নিশ্চিত করা নির্বাচিত সরকারের দায়িত্ব । এই দায়িত্বের মধ্যে আছে,

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment