ক্রিকেট ভূমিকম্প শুরু হয়েছে

ক্রিকেট ভূমিকম্প শুরু হয়েছে

দেশীয় পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া দেখে বুঝতে পারছি পুরো দেশ ক্রিকেট জ্বরে আক্রান্ত, জ্বর বললে ভুল হবে, ক্রিকেট ভূমিকম্প শুরু হয়েছে, আপাতত থামার কোনো লক্ষণ নাই। ভূমি কেন্দ্রের epicenter টা কিন্তু একেবারেই ঠান্ডা, অর্থাথ বুঝার উপায় নেই যে এখানে ক্রিকেট বিশ্ব কাপ চলছে। অফিসে কোনো আলাপ নেই, মিডিয়া তার মতই আছে – এখানকার মানুষজন এমনিতেই বাড়াবাড়ি নেই, কিন্তু তাই বলে আমরাতো আর বসে থাকতে পারিনা। গত ২৫ বছরে অনেক কিছুই পাল্টেছে, কিন্তু , I got this under my skin.

টিকেট কিনেছি এক বছর আগে, আগামীকাল খেলা দেখব বলে ফাইনাল খেলারও টিকেট কিনেছি – কারা ফাইনালএ খেলবে না জেনেও টিকেট কেনার সময় পান্না কৌতুক করে বলেছিল যদি বাংলাদেশ আর অস্ট্রেলিয়া ফাইনালএ খেলে- কি মজাটাই না হবে! শুনে আমার ছেলে তার মাকে বলেছিল: ‘What did you say mum?’ আমি বলেছি যে কারা ফাইনাল খেললো তা নিয়ে চিন্তা করিনা; আমরা একটা বিশ্ব কাপ ফাইনাল মাঠে বসে দেখব i ‘It’s a life time opportunity’. আমি আশাবাদী, তবে পা’দুটো মাটিতেই রাখার চেষ্টা করি।

গত শনিবার সন্ধ্যায় ক্যানবেরার বাংলাদেশ দুতাবাসে পুরো বাংলাদেশ ক্রিকেট দল এসেছিল, টুক-টাক কথা বলেছি, ছবি তুলেছি আমাদের ষ্টারদের সাথে কিন্তু সামান্য যা কথা বলেছি, তা খেলার পেছনের লোকজনের সাথে, যারা বাস্তবতা বোঝেন এবং কাজ করছেন, আমরা তাদের দেখি কম, ব্যক্তিগত কুশলাদি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে, মানুকার পিচের ধরন, প্লেয়ারদের প্রস্তুতি, মেচ temperament ই ছিল আলাপের বিষয়। অনেক কথার মাঝে আমি কোচ এবং অন্যদের একটা কথা জিগ্যেস করেছি: যখন দলের প্রথম সারির প্রথম দু’জন ব্যাটসম্যান অল্প রানে আউট হয়ে যায়, তখন ৩ নম্বর ব্যাটসম্যান কেন দেখে শুনে খেলেনা, সেও বিগ হিট করতে যায়। প্রত্যুত্তরে পেলাম হাসি, বুঝলাম, সবার মুখ বন্ধ, দলের ম্যানেজার অমায়িক মানুষ সুজনকেও একই কথা বলেছি, কোনো উত্তরের অপেক্ষা না করে।

আমার অনেক বন্ধুই প্লেয়ারদের শারীরিক গঠন নিয়ে চিন্তিত, এরা কি করে লম্বা এবং স্বাস্থ্যবান অস্ট্রেলিয়ানদের পেসএর মুখোমুখি হবে। এই কথাটা আমিও দলের এক অফিসিয়ালকে জিগ্যেস করেছিলাম একটু হেসে i তার উত্তর খুব সোজা ভাবেই দিলেন: শ্রীলংকান বা ভারতীয় লোকজনতো এদের মতই, সুতরাং এইটা কোনো বড় বাধা না i তাহলে বাধা কোথায়? ঘুরিয়ে ফিরিয়ে যা বললেন তার মানে হলো মন এবং শরীর একই ভাষাতে কথা না বললেই বিপদ, অর্থাত রিফ্লেক্স ঠিক থাকতে হবে i আর এই জিনিস ধীরে ধীরে গড়ে উঠে- এইটা আমরা সবাই জানি।

সবাইকে সালাম আর শুভাশীষ জানিয়ে চলে আসবার আগে বললাম যে আমরা off the field এ আছি, আপনারা on the field এ, পুরো দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে।

আবারও বলি, আমি একজন আশাবাদী মানুষ, তবে বাস্তবতাকে ছাড়িয়ে নয় ।



Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment