ওরা ১৩জন খেলেছিল
Print this article
Font size -16+
বাংলাদেশ বনাম ভারতের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল দেখে ১৯শে মার্চ রিচমন্ড থেকে ক্রেনবর্নগামী ট্রেনে যাত্রীরা অতি সত্য এক নাটক প্রত্যক্ষ করলেন। বাংলাদেশ খুব খারাপ খেলেনি তবুও পরাজয় শোচনীয়, পরাজয় সহনীয় হতে পারতো যদি খেলার অন্যান্য আনুষঙ্গিক উৎপাদক (ফ্যাক্টর) গুলো ঠিক মত ভূমিকা রাখতো। ট্রেনে আমাদের কামরায় কোন এক কোনা থেকে কেউ একজন চেচিয়ে উঠলো ‘জিত্ গিয়া জিত্ গিয়া ইন্ডিয়া জিত্ গিয়া!’ সাথে সাথে আরেক কোনা থেকে কেউ একজন উচ্চস্বরে মোক্ষম উত্তর ছুড়ে দিল “Yes yes India played with 13 players, including two umpires” জোকের মুখে যেন চূণ পড়লো! তারপর টু শব্দটি শোনা গেল না।
দিলরুবা শাহানা – মেলবোর্ন
Well observed information written by writer. I heard similar comment after the game as I was leaving MCG as well. Thank you for sharing.