Lurking Under Bangladesh: The Next Great Earthquake?
নিচের লিঙ্কগুলো দেখুন। দেখুন কি ভয়াবহ অতি সম্ভাব্য ভুমিকম্পের ঝুকিতে আছে বাংলাদেশ। আমাদের অজ্ঞতায় নির্বুদ্ধিতায় কি ভয়াবহ অপরিকল্পিত মরন ফাদের নগরি আর শহরই না আমরা তৈরি করেছি।
নিচের লিঙ্কগুলো দেখুন আর ভাবুন কি ভয়াবহ পরিনাম হতে পারে ভুমিকম্প আর তার পরবর্তি সময়ে। আমাদের হাতে সময় নেই, অদুর ভবিষ্যতে এই ভয়াবহ মরন ফাদের শহর নগর সামান্যতম নিরাপদ করার সময় ও সামর্থ্য কোনোটাই আমাদের নেই। এই অবস্থায় আমারা কি করতে পারি একটা বড় ভুমিকম্পের ভয়াবহ পরিনাম কিছুটা হলেও কমাতে? আমি সবার কাছ থেকে কমনসেন্স আইডিয়া, কঠিন তুঘলকি আইডিয়া আহব্বান করছি ,যা ডেসপারেট অবস্থায় করা যায় বা করা উচিত এরকম আইডিয়া আহব্বান করছি –
আপনাদের আইডিয়া দিন এবং সামু ও অন্যান্য ব্লগ বা মিডিয়ার মাধ্যমে তা ছড়িয়ে দিন – যেহেতু এদেশে এখন কোন তুঘলক সম্রাট নেই, নেই সেরকম তুঘলোকি সিদ্ধান্ত নেওয়ার মত নেতা, একশ্যান নেওয়ার মালিক জনসাধা্রন, যার যার মত করে বাচার জন্য – এছাড়া এই ভয়াবহ পরিনাম থেকে বাচার আমাদের আর কিই বা করার আছে।
দেখুন নিচের লিঙ্কগুলো, ভাবুন, আইডিয়া দিন, সব মানুষের জন্য।
Lurking Under Bangladesh: The Next Great Earthquake?
Beneath Bangladesh: The Next Great Earthquake?
ভূমিকম্পঃ রেড অ্যালার্ট ফর মাই মাদারল্যান্ড,
সবার জন্য আইডিয়া – আসলেই কি আমরা সবার জন্য, বাংলাদেশের সব মানুষের জন্য কনসার্ন্ড? – অনেষ্টলি না, আমরা সবচেয়ে বেশি কনসার্ন্ড আমদের নিজের জন্য আর ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ডদের জন্য – তারপর আমরা একটু কম হলেও কনসার্ন্ড আমাদের সব আত্মীয় পরিজন আর পরিচিতদের জন্য – তারওপরে আমারা কিছুটা হলেও কনসার্ন্ড আমাদের সামাজিক ক্লাশের মানুষের জন্য, আর সব শেষে আমরা একটু হলেও কনসার্ন্ড আমাদের দেশের বাকি মানুষগুলোর জন্য – বিশেষ করে এত বড় জনগোষ্ঠি যখন এতবড় সম্ভাব্য বিপর্য্যয়ের মুখে।
এখন সবাই যদি, সবার নিকটজনের জন্য কনসার্ন্ড হয়, তবে সবাইর নিকট সবাই মিলে বাংলাদেশের সবাইর জন্যই ভাববেন, গভিরভাবে ভাববেন কঠিন তুঘলোকি সমাধানের কথা – মাথায় সেরকম কোন আইডিয়া আসলে সবাইর সাথে শেয়ার করবেন – The first step is REALISATION of the impending danger and the second Step is TAKING DRASTIC ACTIONS to safeguard your near and dears.
এক রানা প্লাযার ডিসাস্টার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, দেশের সমস্ত ক্ষমতা আর রিসোর্স দিয়ে মাত্র একটা বিল্ডিঙ্গয়ের ধ্বস সামলাতে আমরা কত অক্ষম। আর হাজার হাজার বিল্ডিং আর শহর নগর আর মহানগরের ধ্বস রাষ্ট্র আর সমাজ সবই ধ্বসিয়ে দেবে – পরবর্তি পরিস্থিতি চিন্তাও করতে পারি না।
তুঘলকি সমাধান খুজুন নিজের জন্য, আর সবার সাথে শেয়ার করুন।