সিডনিতে অনুষ্ঠিত হল আই সি সি টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ থিম সং এর ফ্ল্যাশ মব
আই সি সি টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে এখন বাংলাদেশে। সুরকার ফুয়াদ আল মুক্তাদির এর লিরিকস আর কনা, এলিটা ও পান্থ কানাইয়ের কণ্ঠে সারা জাগানো থিম সং ” চার ছক্কা হই হই ” এর সঙ্গে নৃত্যরত তরুণদের ভিডিওচিত্রগুলো দেশের সীমানা ছাড়িয়ে সাড়া ফেলেছে আন্তর্জাতিক অঙ্গনেও।সারাবিশ্বে এই গানের জনপ্রিয়তার অন্যতম কারণ ফ্ল্যাশ মব। দেশের প্রায় সকল সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ ও দেশের বাইরে প্রায় সকল বড় শহরে হয়ে যাওয়া এই ফ্ল্যাশ মব ইতিমধ্যে ইউটিউবে ঝর তুলেছে।
নিউইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, প্যারিস, ভেনিস, মস্কোর পরে এবার সিডনিতেও অনুষ্ঠিত হয়ে গেল আই সি সি টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ থিম সং এর ফ্ল্যাশ মব। ফ্লাশ মবের উদ্যোক্তাদের একজন আমিনুল রুবেল আমাদের প্রতিবেদককে জানান, “দেশের বাইরে থেকে আমরা দেশের জন্য তেমন কিছু করতে পারি না, কিন্তু মন পড়ে থাকে দেশের জন্য। ক্রিকেট আমরা সবাই ভালবাসি। বিশ্বকাপের মত এতো বড় ইভেন্ট সফল ভাবে বাংলাদেশে হচ্ছে, আমরা গর্বের সাথে বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে চাই। তাই আমাদের এই উদ্যোগ।“
শুধু মাত্র ফেইসবুকের একটি ইভেন্ট এর সুত্র ধরে মাত্র চার– পাঁচ দিনেই অসংখ্য বাংলাদেশী ক্রিকেট প্রেমি তরুন তরুনি লাল সবুজের পতাকা হাতে সিডনি অপেরা হাউজের সামনে জড় হয়ে চার ছক্কার ছন্দে সিডনি মাতিয়ে দিয়ে গেল।
ভারতের সংবাদ মাধ্যম জি–নিউজ ১৯ মার্চ শিরোনাম করে— ওয়ার্ল্ড টি–টোয়েন্টির ‘বাংলা’ গান লোপেজ, পিটবুলের ফুটবল বিশ্বকাপের গানকেও ছাড়িয়ে যেতে পারে।
অস্ট্রেলিয়ার অন্যতম অনলাইন সংবাদমাধ্যম কুরিয়ারমেইল ডটকম ডট এইউ’র শিরোনাম— ‘শুনুন আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি–টোয়েন্টি’র অফিসিয়াল থিম সং ‘চার ছক্কা হইহই।’
১৯ মার্চ কুরিয়ারমেইল তাদের খেলা বিভাগের প্রতিবেদনে উল্লেখ করে, বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণে ‘সিক্সটিন ক্রিকেট ক্রেইজি নেইশন, হাও এক্সাইটিং’ এবং ‘বোম্বাস্টিক রকিং’ শব্দগুলো উদ্দীপনা জাগানিয়া সুরে গাওয়া এই গান ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের জন্য গাওয়া জেনিফার লোপেজ, পিটবুল ও ক্লদিয়া লেইতের গাওয়া গানগুলোকে টেক্কা দিতে পারে।
ইতিমধ্যেই গুগল উইকিপিডিয়াতে যায়গা করে নিয়েছে এই থিম সং।