চিলির বিপক্ষেই অস্ট্রেলিয়ার আসল ম্যাচ

চিলির বিপক্ষেই অস্ট্রেলিয়ার আসল ম্যাচ

আরেনা পানতানালে শনিবার অস্ট্রেলিয়া সময় সকাল ৮ টায় চিলির মুখোমুখি হচ্ছে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপের টিকেট পাওয়া অস্ট্রেলিয়া।

কাগজ-কলমে গ্রুপে অস্ট্রেলিয়ার বাকি দুই প্রতিপক্ষের চেয়ে চিলি অপেক্ষাকৃত দুর্বল। তবে অস্ট্রেলিয়ার চেয়ে শক্তির বিচারে চিলিই কিন্তু এগিয়ে। বার্সেলোনার ফরোয়ার্ড আলেক্সিস সানচেসের সঙ্গে তদের দলে আছে আর্তুরো ভিদালের মতো অভিজ্ঞ তারকাও।

চিলির খেলার ধরণও অস্ট্রেলিয়াকে যথেষ্টই ভোগাবে। চিলি সবসময়ই প্রতিপক্ষের অর্ধে খেলতে পছন্দ করে। ‘প্রেসিং ফুটবলে’ প্রতিপক্ষের মাঝ মাঠ আর রক্ষণ এলোমেলো করে দিতে চায় তারা।

নিজ মহাদেশেই খেলবে চিলি। কিন্তু ম্যাচটির ভেন্যু কুইয়াবা থেকে তেমন সুবিধা পাচ্ছে না তারা। চিলির পরিবেশ মূলত ইউরোপের মতো, যেখানে কুইয়াবায় বছরের এ সময়টা থাকে উষ্ণ ও আর্দ্র।

পরিবেশ আর প্রকৃতির সুবিধা থাক আর না থাক, চিলি খেলবে চিলির মতোই। বেলো হরিজন্তেতে দলের অনুশীলন শেষে মিডফিল্ডার মার্সেলো দিয়াস বলেন এমনই।

“শুক্রবার আমরা প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলব এবং প্রতিপক্ষকে পর্যুদস্ত করে না ফেলা পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব।”

অস্ট্রেলিয়ার অবশ্য একটা প্রেরণা আছে। বিশ্বকাপে এ পর্যন্ত এই দুই দলের একবারই দেখা হয়েছে। ১৯৭৪ সালের বিশ্বকাপের সেই সাক্ষাতে চিলির সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল অস্ট্রেলিয়া।

সুত্রঃ www.bdnews24.com



Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment