Oprottashito Hashi Kanna
অপ্রত্যাশিত হাসি কান্না (১)
হারুন রশীদ আজাদ
সপিং করে ফেরার পথে অনাকাত্থিত বৃষ্টি নিয়াজকে থামিয়ে দিল পথ চলা । কি আর করা সপিং মলের সামনে ছাউনির নিচে দাড়িয়ে গুন গুনিয়ে নজরুল সঙ্গীতের ” আসিবে তুমি ”—-সুর করে গাইতে ছিল ,এরই মধ্যে পাসে এসে দাড়াল মঈন । সালাম দিয়ে কুশল জানতে চাইল মঈন । নিয়াজ চটকরে জিজ্ঞেস করল লেখাপড়া শেষ হতে আর কতদিন বাকি ! উত্তরে মঈন জানাল ভিসা ঠিক রাখতে একের পর এক বিষয় পরিবর্তন করে লেখাপড়া চালিয়ে যাচ্ছি । জানিনা ভাগ্যে কি লেখা রয়েছে । এমন সময় বাংলাদেশ থেকে প্রিয়তমার ফোন এলে ক্ষমা চেয়ে মঈন একটু দুরে সরে গেল । তারপরও মঈনের কথাগুলি শুনা যাচ্ছিল। মঈন প্রিয়তমার মান ভাংগাতেই বিনয়ের সাথে বলছিল ,হ্যানি এভাবে অবিশ্বাস করলে তো দুজনের জীবনই ধংস হয়ে যাবে । আমি বুঝতে পারছি ,সালার ডন তোমাকে আমার বিরুদ্ধে মিথ্যা বলে তোমাকে কষ্ট দিচ্ছে , তুমি বিশ্বাস কর আমি সাতদিনের ছয়দিন কাজ করি , একদিন কাপড় ধোঁয়া, কান্না করা, ঘর পরি¯কার করা ,সবই করতে হয় নিজেকে, এরপর তুমি যদি মনে কর আমার আজে-বাজে কাজ করার সুযোগ থাকে। আসলে আমি আমার পাশের বাসার এক বšধুর বড়বোনের কাছে সুযোগ হলে যাই ।আমার তো এখানে কেউ নেই, তুমিই জান ।এর মধ্যে লাইন কেটে গেল । নিয়াজ ওর থেকে বিদায় নিয়ে হাটতে লাগল । বেশ কিছু দিন হল মঈন সিডনিতে লেখা-পড়া শিখতে এসেছে । মাঝে মধ্যে সামাজিক অনুষ্ঠানাদিতে দেখাহয় ।
বিস্তারিত নিচের পিডিএফ ফাইলে পড়ুন।